Administration

Midnapore: সাজানো মণ্ডপ, গায়ে হলুদ সারা, চলছিল পাত পেড়ে খাওয়া-দাওয়া! মেদিনীপুরের বিয়ে বাড়ি বন্ধ করলেন BDO

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুলাই: সাজানো হয়েছিল মণ্ডপ। এসে গিয়েছিলেন আত্মীয় স্বজনরাও। শুরু হয়ে গিয়েছিল খাওয়া-দাওয়া। চলছিল আনন্দ হুল্লোড়। এমনকি, কন্যার গায়ে হলুদ-ও সারা হয়ে গিয়েছিল। সবাই মিলে হয়তো গাওয়া শুরু করে দিয়েছিলেন, “সাত পাকে বন্দী হবে আজকে শুভক্ষণ/ সবাই মিলে করি আজ তারই আয়োজন।” হঠাৎ-ই সব পণ্ড হয়ে গেল! দলবল নিয়ে পৌঁছে গেলেন বিডিও (BDO)। পড়ে গেল হুলুস্থুল! গুরু-গম্ভীর কন্ঠে অভিভাবকদের ডাক দিলেন বিডিও। বললেন, “করেছেন কি? ওর (পাত্রী/কনে) তো এখনও ১৮-ই হয়নি! এজন্যই কি সরকারের এতো প্রচেষ্টা? কন্যাশ্রী, স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড? অবিলম্বে বন্ধ করুন বিয়েবাড়ি।‌ ১৮ বছর না হলে বিয়েবাড়ি করবেন না!” ঘটনাটি নারী শিক্ষার অগ্রদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এলাকার। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত চন্দ্রকোনা থানার বাঁকা সুলতানপুর সংলগ্ন মাঝি পাড়ায় মঙ্গলবার দুপুরে ঠিক এই ঘটনাই ঘটে। বিডিও রথীন্দ্রনাথ অধিকারী সহ প্রশাসনের আধিকারিকরা পৌঁছে এভাবেই এদিন নাবালিকার বিয়ে রুখে দেন।

বিয়েবাড়ি বন্ধ করা হল :

জানা যায়, পরিবারের মেয়েটি’র বয়স মাত্র ১৫। সবে সপ্তম শ্রেণীতে উঠেছিল। আর তার-ই কিনা বিয়ে ঠিক করা হয়েছিল। এমনকি, মঙ্গলবার ঘটা করে গায়ে-হলুদের পর্বও শেষ হয়েছিল। আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশীরা বিয়ে বাড়ির খাওয়া দাওয়াও শুরু করেছিল। আর, এই ঘটনার খবর যায় চন্দ্রকোনা ১ নং ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারীর কাছে। তিনি সঙ্গে সঙ্গেই পুলিশ প্রশাসন সহ ব্লকের আধিকারিকদের নিয়ে ছুটে যান বাঁকা সুলতানপুর গ্রামে। বিডিও সহ প্রশাসনের লোকজনকে দেখেই অনেকে পালিয়ে যান। এরপর, কিশোরী কন্যার বাবার সঙ্গে বিডিও কথা বলেন। মেয়েটি’র শিক্ষা ও স্বাস্থ্যের বিষয়টি বুঝিয়ে বলেন এবং অবিলম্বে বিয়েবাড়ি বন্ধ করার নির্দেশ দেন। এমনকি, তাঁদের কাছ থেকে মুচলেকা লিখিয়ে নেওয়া হয় যে, ১৮ বছর না হলে মেয়ের বিয়ে দেবেন না। ব্লক প্রশাসন থেকে এও জানানো হয়, পালিয়ে গিয়ে বিয়ে করল প্রশাসন কড়া পদক্ষেপ নেবে। বিডিও রথীন্দ্রনাথ অধিকারী জানান, “মেয়েটি যাতে পড়াশোনা করে, সেই উদ্যোগ নেওয়া হবে। যে স্কুলে মেয়েটি পড়াশোনা করত, আমরা সেই স্কুলের শিক্ষিকাদের সাথেও কথা বলব। ওর পড়াশোনার বিষয়ে সমস্ত রকম সাহায্য করা হবে।” (ফিচার ইমেজে/ প্রচ্ছদ ছবি প্রতীকী)

শুনশান প্যান্ডেল :

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

13 mins ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago