thebengalpost.net
শৈবাল গিরি (বিদ্যুৎ কর্মাধ্যক্ষ) :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: “গুলাব মোকাবিলায় প্রস্তুত আছে পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যুৎ দপ্তর”। শনিবার বিকেলে এমনটাই জানিয়েছেন জেলার বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল গিরি। তিনি এও জানিয়েছেন, “আমরা আমফান সামলেছি, ইয়াস সামলেছি। জেলায় বড় বিদ্যুৎ বিপর্যয় হতে দিইনি। যেখানে সমস্যা হয়েছিল, কয়েকঘন্টার মধ্যেই পরিষেবা চালু করা হয়েছে। এবারও আমরা প্রস্তুত আছি। আজ থেকেই বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সতর্ক করা হয়েছে। সোমবার আমরা আর.এম (রিজিওনাল ম্যানেজার), এস.এম (স্টেশন ম্যানেজার) দের নিয়ে বৈঠক করব। চব্বিশ ঘন্টা আমরা সজাগ থাকব।”

thebengalpost.net
বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখতে তৎপর বিদ্যুৎ দপ্তর :

তবে, শৈবাল বাবু এও জানিয়েছেন, যদি গুলাবের কারণে পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড় আছড়ে পড়ে বা বড়সড় দুর্যোগ দেখা দেয়, তবে সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হতে পারে নিরাপত্তার কারণে। তিনি জানিয়েছেন, জেলা প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন প্রতি মুহূর্তে তৎপর থাকবে। প্রতিটি ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সদস্য সকলকেই সজাগ থাকার আবেদন জানানো হয়েছে বলে জেলার বিদ্যুৎ কর্মাধ্যক্ষ জানিয়েছেন। এদিকে, জেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকাগুলিতেও বিদ্যুৎ পরিষেবা চালু করে দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে, কোথাও যদি সমস্যা থাকে, তা তাঁর দপ্তরে বা স্থানীয় প্রশাসন বা বিদ্যুৎ দপ্তরে জানালেই ব্যবস্থা নেওয়া হবে বলে শৈবাল বাবু জানিয়েছেন।

thebengalpost.net
শৈবাল গিরি (বিদ্যুৎ কর্মাধ্যক্ষ) :