দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ জুন: পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকে রাজ্য সরকারের দুটি “দুয়ারে ত্রাণ” শিবির সোমবার দুপুরে পরিদর্শন করলেন জেলাশাসক ডঃ রশ্মি কমল সহ প্রশাসনের আধিকারিকরা। আজ তিনি কেশপুরের ১০ নং অঞ্চলের কেশপুর লক্ষীনারায়ন উচ্চ বিদ্যালয়ের “দুয়ারে ত্রাণ” শিবির এবং ৪ নং অঞ্চলের নেড়াদেউলের আরও একটি “দুয়ারের ত্রাণ” শিবির পরিদর্শন করেন। এই সময়ে জেলাশাসকের সঙ্গে রাজ্যের মন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহা, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুদীপ সরকার সহ জেলার অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।

thebengalpost.in
“দুয়ারে ত্রাণ” শিবির পরিদর্শনে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিকরা :

উল্লেখ্য, সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে এই ব্লকে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ক্ষতিপূরণের জন্য আবেদনপত্র নেওয়ার কাজ “দুয়ারে ত্রাণ” শিবিরের মধ্যে দিয়েই করা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষনা করেছেন। সেই কর্মসূচি খতিয়ে দেখতেই কেশপুরের দুয়ারে ত্রাণ শিবিরে হাজির হয়েছিলেন জেলাশাসক ও মন্ত্রী।