Administration

Palna: ‘পরিচয়হীন’ নবজাতকদের পালন করতে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের অনন্য উদ্যোগ ‘পালনা’

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৮ সেপ্টেম্বর: “পাগলিটাও মা হয়েছে, বাবা হয়নি কেউ!” পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের এক অনন্য উদ্যোগ ‘পালনা’। প্রয়োজন নেই ভ্রূণ-হত্যা কিংবা সদ্যোজাত সন্তানকে ঝোপে-ঝাড়ে ফেলে দেওয়ার! ‘পরিচয়’ বা ‘স্বীকৃতি’ হীন সন্তানকে পালন করবে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। শুধু ‘গোপনে’ পশ্চিম মেদিনীপুর জেলার ৪টি হাসপাতালে রাখা জেলা প্রশাসনের ‘পালনা’-তে সদ্যোজাত সন্তান বা নবজাতককে রেখে আসতে হবে। বৃহস্পতিবার সেই ‘পালনা’-র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলাশাসক খুরশিদ আলি কাদরী। ছিলেন জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য দপ্তর ও শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিকরাও।

‘পালনা’র ভেতরেই রাখতে হবে সদ্যোজাত শিশু বা নবজাতককে :

মূলত, ভ্রূণ-হত্যা কিংবা সদ্যোজাতদের ‘অসহায়-মৃত্যু’ রুখতেই জেলা প্রশাসনের এই অনন্য উদ্যোগ বলে জানা গেছে। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, ‘একাধিক’ সামাজিক কারণে অথবা আর্থিক টানাপড়েনের কারণে অনেক সময়ই গর্ভে আসা সন্তানকে ‘পৃথিবীর আলো’ দেখাতে কিংবা নিজেদের পরিচয়ে বড় করতে চান না প্রসূতি মা কিংবা দম্পতি। সেক্ষেত্রে অনেক সময়ই জন্মের ঠিক আগে ভ্রুণ হত্যা করা হয় কিংবা সদ্যোজাত সন্তানকে ঝোপে-ঝাড়ে, পুকুরে ফেলে দেওয়া হয়। অসহায়ভাবে মৃত্যু হয় নবজাতকের। দৈবাৎ বেঁচে গেলেও তার লালন-পালন ঘিরে নানা সমস্যা সৃষ্টি হয়! পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের ‘পালনা’ সে ক্ষেত্রেই হয়ে উঠতে পারে মুশকিল-আসান! শিশু সুরক্ষা দপ্তরের সহায়তায় তৈরি জেলা প্রশাসনের এই ‘পালনা’ লোহার তৈরি দরজাওয়ালা একটি কক্ষ বিশেষ। ‘পালন’ আর ‘দোলনা’- শব্দ দু’টির সমন্বয়ে সম্ভবত এই ‘পালনা’ নামটি তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন:

জেলার ৪টি হাসপাতাল, যথাক্রমে- মেদিনীপুর মেডিক্যাল কলেজ, খড়্গপুর মহকুমা হাসপাতাল, ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল ও চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের সামনে রাখা থাকবে ‘পালনা’। পালনা-র শয্যাতে শিশু-কে শুইয়ে দেওয়ার সাথে সাথেই, সেনসরের মাধ্যমে সংকেত পৌঁছে যাবে হাসপাতালে চিকিৎসক বা নার্সদের কাছে। তাঁরা শিশুটিকে হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করবেন। পরে জেলা প্রশাসন ও চাইল্ড লাইন বা শিশু সুরক্ষা দপ্তরের সহায়তায় শিশুটিকে সরকারি হোম বা অনাথ আশ্রমে পাঠানো হবে কিংবা আইন মেনে অন্য কোন ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। ‘পালনা’-তে সদ্যোজাতকে রাখার সময় কোনভাবেই যাতে শিশুর মা-বাবা কিংবা পরিবারের সদস্যদের পরিচয় প্রকাশ্যে না আসে, সেই বিষয়টিও হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসনের তরফে সুনিশ্চিত করা হবে বলেও এদিন জানিয়েছেন জেলাশাসক। অপরদিকে, এই ‘পালনা’-র ভেতর থেকে যাতে কোনোভাবে শিশু-চুরি না হয়, তাও প্রশাসনের তরফে নিশ্চিত করা হবে বলে সূত্রের খবর।

উদ্বোধন করলেন জেলাশাসক:

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

3 weeks ago