দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুন: বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় ঢেউ দরজায় কড়া নাড়ছে! গত কয়েকদিনে পশ্চিম মেদিনীপুর জেলাতেও বেড়েছে সংক্রমণ। শেষ চব্বিশ ঘণ্টায় আক্রান্ত ১৯৫ জন। এই পরিস্থিতিতে করোনা বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা পুলিশ প্রশাসন। মাস্ক না পরে বাইরে বেরোলে এবং সময়ের পর দোকান খোলা রাখলে বা বাজারে ঘোরাঘুরি করলেই আটক কিংবা প্রয়োজনে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২ দিনে (শনিবার ও রবিবার) শুধু শালবনী থানাতেই প্রায় ৪০ জনকে আটক ও ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে শালবনী থানা সূত্রে।

thebengalpost.in
মাস্ক না পরেই বাজারে, আটক করা হচ্ছে পিড়াকাটা পুলিশ পোস্টের আই সি মানসজ্যোতি দে’র নেতৃত্বে :

উল্লেখ্য যে, রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও, কোভিড বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষের উদ্দেশ্যে। দোকান খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে সন্ধ্যা ৬ টা পর্যন্ত (শুধুমাত্র বার ও রেস্টুরেন্ট রাত্রি ৮ টা পর্যন্ত)। অপরদিকে, সংক্রমণ রুখতে মাস্ক ব্যবহার অত্যাবশ্যক বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই বিধি যারা মানছেন না, তাদেরই এবার গ্রেপ্তার করার পথে হাঁটছে পুলিশ প্রশাসন। গত ২ দিনে শালবনী থানা ও শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্ট মিলিয়ে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে শালবনী থানা সূত্রে। এছাড়াও, প্রায় ৪০ জনকে আটক করা হয়েছে বিধিভঙ্গের কারণে। শালবনী থানার আইসি গোপাল বিশ্বাস জানিয়েছেন, “আমরা প্রতিমুহূর্তে সাধারণ মানুষকে সতর্ক করে চলেছি। কয়েকদিন আগে পর্যন্ত সতর্ক করে মাস্ক-বিহীন ব্যক্তিদের হাতে ধারাবাহিকভাবে মাস্ক তুলে দিয়েছি। কিন্তু, তারপরও সাধারণ মানুষের একাংশ সচেতন হচ্ছেননা, বিধি মানছেন না!” পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে করোনা বিধি সঠিকভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

thebengalpost.in
মাস্ক বিতরণে পিড়াকাটা পুলিশ পোস্ট :