দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে সরাসরি ঋণ তুলে দিতে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে অবস্থিত জেলা পরিষদের প্রদ্যোৎ স্মৃতি সদনে আয়োজিত হল ‘মেগা ক্রেডিট ক্যাম্প’। এই ক্যাম্প থেকে সরাসরি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে ঋণের চেক তুলে দেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি প্রমুখ। এদিন স্বনির্ভর গোষ্ঠীর অনেক মহিলার হাতে নিজস্ব ব্যবসার জন্য এন্টারপ্রাইজ লোনও দেওয়া হয়। লোন বা ঋণ পেয়ে স্বভাবতই খুশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলারা।
উল্লেখ্য যে, ‘আনন্দধারা’ প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বল্প সুদে ঋণ দেওয়া হয়। অনেক সময় ঋণ পেতে তাঁদের অসুবিধা হয় বলেই, বছরে একবার মেগা ক্রেডিট ক্যাম্পের আয়োজন করা হয় বলে জানিয়েছেন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত জেলা আধিকারিক ডঃ গোবিন্দ হালদার। তিনি এও জানান, “এদিন জেলা জুড়ে ৫১৭৩টি স্বনির্ভর গোষ্ঠীকে ২৭৭ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। বিভিন্ন ব্লকে ব্লকেই এদিন এই ক্রেডিট ক্যাম্প বা লোন মেলার আয়োজন করা হয়েছিল। জেলা সদরে (প্রদ্যোৎ স্মৃতি সদনে) আয়োজিত ক্যাম্প থেকে ৪২৮টি গোষ্ঠীকে ৩৪ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।” উল্লেখ্য যে, বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় ৬২ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। মোট সদস্য সংখ্যা প্রায় ৬ লক্ষ ২৬ হাজার। ঋণ পেয়ে ক্রমেই আর্থিক শ্রীবৃদ্ধি ঘটছে জেলার মহিলাদের। ঋণ নেওয়ার পর সেই টাকা ব্যক্তিগতভাবে ভাগ করে কেউ পশুপালন করছেন, কেউ কাপড়ের ব্যবসা কিংবা শাল পাতার থালা তৈরি করছেন। নিজেদের পায়ে দাঁড়াচ্ছেন জেলার মহিলারা।