Administration

Midnapore: বদলি হচ্ছেন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক আধিকারিক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর: রাজ্য জুড়ে আমলা, আধিকারিকদের বদলির নির্দেশ। সর্বশেষ তথ্য অনুযায়ী, একইদিনে রাজ্যের ১৪ জন জেলাশাসক বদলি হচ্ছেন। সেই তালিকায় আছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদেরিও। এছাড়াও, জেলার দুই অতিরিক্ত জেলাশাসক, দুই মহকুমাশাসক এবং একাধিক বিডিও ও আধিকারিকরা বদলি হচ্ছেন। সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে নবান্নের তরফে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদেরিকে হুগলির জেলাশাসক করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের নতুন জেলাশাসক হচ্ছেন বিজিন কৃষ্ণা। তিনি দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক ছিলেন।

বদলি হচ্ছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদেরি:

কেম্পা হোন্নাইয়া:

এছাড়াও, ঘাটাল ও খড়্গপুরের দুই দক্ষ ও জনপ্রিয় মহকুমাশাসককে বদলি করা হচ্ছে। এছাড়াও, জেলাবাসীর ‘নয়নের মণি’, একশো শতাংশ দৃষ্টিশক্তিহীন আইএএস অফিসার তথা অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কেম্পা হোন্নাইয়াকেও বদলি করা হচ্ছে। বদলি হচ্ছেন অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) সুমন সৌরভ মোহান্তি, কেশিয়াড়ির বিডিও হিতাংশু হালদার, কেশপুরের বিডিও কৌশিস রায়, দাঁতন-১ এর বিডিও চিরঞ্জিত রায় প্রমুখ।

সুমন বিশ্বাস:

প্রায় ৫ বছর ধরে সাফল্যের সাথে ঘাটালের মহকুমাশাসক (SDO) হিসেবে দায়িত্ব পালন করেছেন WBCS (Exe.) অফিসার সুমন বিশ্বাস। সুদক্ষ প্রশাসক তথা সদা কর্মব্যস্ত ‘মানবিক’ ও ‘উদ্যমী’ এই আধিকারিক পশ্চিম মেদিনীপুরের দুর্গাপুরের মহকুমাশাসক হচ্ছেন। তাঁর পরিবর্তে ঘাটালের মহকুমাশাসক হচ্ছেন সুপ্রভাত চট্টোপাধ্যায়। তিনি হলদিয়ার মহকুমাশাসক ছিলেন। বদলি হচ্ছেন খড়্গপুরের জনপ্রিয় ও জনদরদী মহকুমাশাসক শ্রীপাটিল যোগেশ অশোক রাও-ও। কর্মচঞ্চল ও তরুণ এই আইএএস (IAS) অফিসার পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক (ADM) হচ্ছেন তিনি। খড়্গপুরের নতুন মহকুমাশাসক হচ্ছেন সুরভি সিংলা।

শ্রীপাটিল যোগেশ অশোক রাও:

এছাড়াও, পশ্চিম মেদিনীপুরের দুই অতিরিক্ত জেলাশাসক যথাক্রমে কেম্পা হোন্নাইয়া ও সুমন সৌরভ মোহান্তিও বদলি হচ্ছেন। উল্লেখ্য যে, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কেম্পা হোন্নাইয়া একশো শতাংশ দৃষ্টিশক্তিহীন আইএএস। একজন প্রশাসক হিসেবে সমাজের প্রতি তাঁর অসীম অবদানের জন্য গত ২৬ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে ‘বিদ্যাসাগর পুরস্কার’-এ ভূষিত করা হয়। পশ্চিম মেদিনীপুরের নতুন দুই অতিরিক্ত জেলাশাসক হচ্ছেন নভনীত মিত্তল ও সৌরভ পান্ডে। এছাড়াও, কেশিয়াড়ির বিডিও হিতাংশু হালদারকে বদলি করে জলপাইগুড়িতে পাঠানো হচ্ছে। তাঁর পরিবর্তে কেশিয়াড়ির নতুন বিডিও হচ্ছেন বাপি হালদার। কেশপুরের নতুন বিডিও হচ্ছেন মাসুদ করিম সেখ। দাঁতন-১’এর নতুন বিডিও হচ্ছেন উৎপল সর্দার। কৌশিস রায় ও চিরঞ্জিত রায় যাচ্ছেন যথাক্রমে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে।

সুরভি সিংলা:

সুপ্রভাত চট্টোপাধ্যায়:

News Desk

Recent Posts

Paschim Medinipur: পশ্চিম মেদিনীপুরের নতুন জেলাশাসক হচ্ছেন বিজিন কৃষ্ণা, হুগলিতে বদলি হলেন খুরশিদ আলি কাদেরি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর: বদলি হলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি…

2 hours ago

Midnapore: মেদিনীপুর সেন্ট্রাল জেলে ‘ফ্রিডম ফাইটারস আর্কাইভ’-এর উদ্বোধন, দেওয়াল জুড়ে অগ্নিযুগের ইতিহাস

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ অক্টোবর: '‎সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি...'। 'স্বাধীনতা সংগ্রামের আঁতুড়ঘর'…

2 days ago

Medinipur: হুগলি সীমান্ত দিয়ে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার, ‘পাক্কা খবর’ পৌঁছতেই তিন যুবককে পাকড়াও করল দাসপুর থানার পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর ও হুগলি সীমান্ত দিয়ে মাদকদ্রব্য…

2 days ago

IIT Kharagpur: খড়্গপুর আইআইটি’র ডিরেক্টর সুমন চক্রবর্তীকে ‘বিশেষ’ পুরস্কারে ভূষিত করতে চলেছে IISc ব্যাঙ্গালোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৫ অক্টোবর: আইআইটি খড়্গপুরের ডিরেক্টর তথা বিশ্বখ্যাত বিজ্ঞানী অধ্যাপক সুমন…

3 days ago

IIT Kharagpur: দেশীয় প্রযুক্তিতে প্রথম পোর্টেবল MRI মেশিন তৈরি করতে চলেছে IIT খড়্গপুর, হলো MoU স্বাক্ষর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এবার লো-ফিল্ড…

3 days ago

Midnapore: ভাইফোঁটা স্পেশাল কম্বো থেকে রসমাধুরী; মধ্যবিত্তের নাগালের মধ্যেই ফিউসন ও সাবেকি মিষ্টির দাম রেখেছেন মেদিনীপুরের ব্যবসায়ীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ অক্টোবর: রাত পোহালেই ভাইফোঁটা (ভ্রাতৃদ্বিতীয়া)। বাঙালির আরেক প্রাণের…

5 days ago