দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর: রাজ্য জুড়ে আমলা, আধিকারিকদের বদলির নির্দেশ। সর্বশেষ তথ্য অনুযায়ী, একইদিনে রাজ্যের ১৪ জন জেলাশাসক বদলি হচ্ছেন। সেই তালিকায় আছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদেরিও। এছাড়াও, জেলার দুই অতিরিক্ত জেলাশাসক, দুই মহকুমাশাসক এবং একাধিক বিডিও ও আধিকারিকরা বদলি হচ্ছেন। সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে নবান্নের তরফে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদেরিকে হুগলির জেলাশাসক করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের নতুন জেলাশাসক হচ্ছেন বিজন কৃষ্ণা। তিনি দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক ছিলেন।

thebengalpost.net
বদলি হচ্ছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদেরি:

thebengalpost.net
কেম্পা হোন্নাইয়া:

এছাড়াও, ঘাটাল ও খড়্গপুরের দুই দক্ষ ও জনপ্রিয় মহকুমাশাসককে বদলি করা হচ্ছে। এছাড়াও, জেলাবাসীর ‘নয়নের মণি’, একশো শতাংশ দৃষ্টিশক্তিহীন আইএএস অফিসার তথা অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কেম্পা হোন্নাইয়াকেও বদলি করা হচ্ছে। বদলি হচ্ছেন অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) সুমন সৌরভ মোহান্তি, কেশিয়াড়ির বিডিও হিতাংশু হালদার, কেশপুরের বিডিও কৌশিস রায়, দাঁতন-১ এর বিডিও চিরঞ্জিত রায় প্রমুখ।

thebengalpost.net
সুমন বিশ্বাস:

প্রায় ৫ বছর ধরে সাফল্যের সাথে ঘাটালের মহকুমাশাসক (SDO) হিসেবে দায়িত্ব পালন করেছেন WBCS (Exe.) অফিসার সুমন বিশ্বাস। সুদক্ষ প্রশাসক তথা সদা কর্মব্যস্ত ‘মানবিক’ ও ‘উদ্যমী’ এই আধিকারিক পশ্চিম মেদিনীপুরের দুর্গাপুরের মহকুমাশাসক হচ্ছেন। তাঁর পরিবর্তে ঘাটালের মহকুমাশাসক হচ্ছেন সুপ্রভাত চট্টোপাধ্যায়। তিনি হলদিয়ার মহকুমাশাসক ছিলেন। বদলি হচ্ছেন খড়্গপুরের জনপ্রিয় ও জনদরদী মহকুমাশাসক শ্রীপাটিল যোগেশ অশোক রাও-ও। কর্মচঞ্চল ও তরুণ এই আইএএস (IAS) অফিসার পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক (ADM) হচ্ছেন তিনি। খড়্গপুরের নতুন মহকুমাশাসক হচ্ছেন সুরভি সিংলা।

thebengalpost.net
শ্রীপাটিল যোগেশ অশোক রাও:

এছাড়াও, পশ্চিম মেদিনীপুরের দুই অতিরিক্ত জেলাশাসক যথাক্রমে কেম্পা হোন্নাইয়া ও সুমন সৌরভ মোহান্তিও বদলি হচ্ছেন। উল্লেখ্য যে, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কেম্পা হোন্নাইয়া একশো শতাংশ দৃষ্টিশক্তিহীন আইএএস। একজন প্রশাসক হিসেবে সমাজের প্রতি তাঁর অসীম অবদানের জন্য গত ২৬ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে ‘বিদ্যাসাগর পুরস্কার’-এ ভূষিত করা হয়। পশ্চিম মেদিনীপুরের নতুন দুই অতিরিক্ত জেলাশাসক হচ্ছেন নভনীত মিত্তল ও সৌরভ পান্ডে। এছাড়াও, কেশিয়াড়ির বিডিও হিতাংশু হালদারকে বদলি করে জলপাইগুড়িতে পাঠানো হচ্ছে। তাঁর পরিবর্তে কেশিয়াড়ির নতুন বিডিও হচ্ছেন বাপি হালদার। কেশপুরের নতুন বিডিও হচ্ছেন মাসুদ করিম সেখ। দাঁতন-১’এর নতুন বিডিও হচ্ছেন উৎপল সর্দার। কৌশিস রায় ও চিরঞ্জিত রায় যাচ্ছেন যথাক্রমে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে।

thebengalpost.net
সুরভি সিংলা:

thebengalpost.net
সুপ্রভাত চট্টোপাধ্যায়: