Agriculture

Midnapore: নাম মাত্র সহায়ক মূল্যে আলু কিনবে সরকার! BDO আর কৃষি আধিকারিক মাঠে পৌঁছতেই তেড়ে গেলেন পশ্চিম মেদিনীপুরের কৃষকরা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১১ মার্চ: “সরকারকে আলু বিক্রি করুন। ৬৫০ টাকা প্রতি কুইন্টাল হিসেবে কিনবে সরকার!” কৃষকদের সরাসরি এ কথা জানাতেই মাঠে পৌঁছেছিলেন বিডিও এবং ব্লকের কৃষি আধিকারিক। কথা শুরু করতে না করতেই তাঁদের দিকে তেড়ে গেলেন এক কৃষক। কিছুক্ষণ পর তাঁর সঙ্গে যোগ দিলেন অন্যান্য কৃষককরাও। তাঁদের বক্তব্য, “আলু চাষের শুরুতে যখন সারের কালোবাজারি হচ্ছিল, যখন চড়া দাম দিয়ে সার কিনতে হয়েছিল, তখন কি এ.ডি.এ (সহ কৃষি অধিকর্তা) নাকে সরিষার তেল দিয়ে ঘুমোচ্ছিল?” এরপরই উত্তেজনা তৈরি হয় মাঠে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-২ ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের সীতানগর এলাকার।

মাঠে আধিকারিকরা :

শুক্রবার (১০ মার্চ) দুপুরে মাঠে প্রশাসনের আধিকারিকদের দেখে কার্যত তাঁদের দিকে তেড়ে যান কৃষকরা। বরুণ দাস নামে ক্ষুব্ধ এক আলু চাষি বিডিও-কৃষি আধিকারিকের উদ্দেশ্যে প্রশ্ন করেন, “আলু চাষের সময় যখন সারের কালোবাজারি হচ্ছিল, তখন কোথায় ছিলেন আপনারা? আর, বাজারেই তো ৬০০ টাকা প্রতি কুইন্টাল আলু বিক্রি হচ্ছে, ৬৫০ টাকায় কষ্ট করে সরকারকে বিক্রি করতে যাব কেন?” আর, এরপরই ব্লকের বিডিও ও কৃষি আধিকারিকের সাথে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন ওই কৃষক। কিছুক্ষণ পরে ওই আলু চাষির পাশে দাঁড়ান আরও বেশকয়েকজন কৃষক। প্রসঙ্গত, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, ৬৫০ টাকা (প্রতি কুইন্টাল) সহায়ক মূল্য আলু কিনবে প্রশাসন। ৬৫০ টাকা দামটি আলুর প্যাকেট থেকে ক্লোড-স্টোরেজে আলু পৌঁছোনো পর্যন্ত। সরকারের এই ঘোষণা মতো আলু চাষিদের সাথে কথা বলে তাঁদের সরকার নির্ধারিত সহায়ক মূল্যে আলু বিক্রির বিষয়টি বোঝানোর জন্য মাঠে গিয়েছিলেন বিডিও অমিত ঘোষ এবং কৃষি দপ্তরের আধিকারিকরা। সীতানগর এলাকার একটি মাঠে চন্দ্রকোনা-২ ব্লকের বিডিও অমিত ঘোষ, ব্লকের সহ কৃষি আধিকারিক শ্যামদুলাল মাসান্ত পৌঁছে আলু চাষিদের সঙ্গে কথ শুরু করতে না করতেই, কৃষকদের চরম ক্ষোভের মুখে পড়েন তাঁরা। ঘটনায় চরম অস্বস্তিতে পড়তে হয় বিডিও ও কৃষি আধিকারিকদের। কৃষকদের দাবি, সরকার সহায়ক মুল্যের দাম বাড়াক না হলে বাইরের রাজ্যে আলু পাঠানোর ব্যবস্থা করুক। গত বছরও সরকার বর্ডার ঘিরে দিয়ে আলু বাইরের রাজ্যে যেতে না দিয়ে চাষিদের ক্ষতিই করেছে। এই বিষয়ে সরাসরি কিছু মন্তব্য করতে চাননি বিডিও অমিত ঘোষ। তবে, কার্যত স্বীকার করে নেন, সরকার নির্ধারিত সহায়ক মূল্যে আলু বিক্রির জন্য এখনও পর্যন্ত চাষিদের কাছ থেকে সাড়া মেলেনি!

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

1 week ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago