দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ নভেম্বর: রেশন নেওয়াকে কেন্দ্র করে সামান্য বচসা। তার জেরেই প্রতিবেশীর কান কেটে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের চক ইসমাইলপুরের। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, বুধবার সন্ধ্যায় ওই এলাকার বাসিন্দা পল্টু নায়েক রেশন নিতে যায়। কিন্তু, আধার কার্ড ও বেশ কিছু কাগজপত্রের ভুল ক্রটি থাকার কারণে লিংক করা নিয়ে সমস্যা হয়। তখনই পল্টুর সঙ্গে বচসা শুরু হয় রেশন ডিলারের। সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন প্রতিবেশী ভাগবত বেরা নামে এক ব্যক্তি। ঘটনায় ভাগবত বাবু পল্টুকে কাগজপত্র ঠিক করে পরে রেশন নিতে বলেন। এরপরেই অতর্কিত আক্রমণ করে বসে পল্টু নামের ওই যুবক। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তির বামদিকের কানে সজোরে আঘাত করে সে। বাম দিকের কান কেটে রক্তাক্ত হয়ে যায় ভাগবতের। শুধু তাই নয়, শরীরের অন্যান্য অংশেও আঘাতের চিহ্ন আছে তাঁর।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় ভাগবত বেরাকে প্রথমে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে এই ঘটনার অভিযোগ পাওয়ার পর, দাঁতন থানার পুলিশ অভিযুক্ত পল্টু নায়েককে গ্রেফতার করেছে। ধৃত ওই ব্যক্তিকে বৃহস্পতিবার দাঁতন আদালতে তোলা হয়। বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।