দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর, ৩১ আগস্ট: স্পেশ্যাল টিম তৈরি করে গরু চুরির কিনারা করলো বাঁকুড়া জেলা পুলিশ। সন্ধান মিললো আন্তঃজেলা গরু পাচার চক্রের। মঙ্গলবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার বালিচক থেকে ৬ জন গরু চোরকে গ্রেপ্তার করে বাঁকুড়া’য় নিয়ে যায় জেলা পুলিশ। তাদের বাঁকুড়া আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে সেই জেলার পুলিশ। জানা যায়, গত ৭-৮ দিন ধরে বাঁকুড়া বিভিন্ন প্রান্ত থেকেই আসছিল গরু চুরির অভিযোগ। তাতে একদিকে যেমন আতংকিত হয়ে পড়েছিলেন গ্রামের মানুষ, ঠিক তেমনই চিন্তা বাড়ছিল বাঁকুড়া জেলা পুলিশের-ও। একদিকে যখন গরু পাচার নিয়ে চলছে কেন্দ্রীয় সংস্থার তদন্ত, ঠিক তখনই বাঁকুড়ায় গরু চুরি নিয়ে একের পর এক অভিযোগ! সেই চুরির কিনারা করতেই স্পেশ্যাল টিম তৈরি করে বাঁকুড়া পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে সেই স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম মঙ্গলবার সন্ধ্যা থেকে ওঁত পেতে বসে থাকে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার বালিচক এলাকায়। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সহায়তায়, সেখান থেকেই গভীর রাতে হাতেনাতে পাকড়াও করা হয় ৬ জনকে। বুধবার তাদের বাঁকুড়া আদালতে তোলা হয় এবং তদন্তের স্বার্থে তাদের হেফাজতে নেয় পুলিশ।
উল্লেখ্য যে, বাঁকুড়া জেলার কোতুলপুর, ছাতনা ও বাঁকুড়া সদর থানায় একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে গত কয়েকদিনে। তারপরই, জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের নেতৃত্বে স্পেশ্যাল তদন্তকারী দল বিভিন্ন তথ্য সংগ্রহ করে ঝাঁপিয়ে পড়ে বড়সড় এই ক্রাইমের কিনারা করতে। পুলিশ জানতে পারে একটি গ্যাং বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও হুগলী জেলাতেও গরু চুরির কান্ড ঘটিয়ে চলেছিল। পুলিশ জানতে পারে এই গ্যাং দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার। তদন্তকারী দল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, ওই গ্যাংকে পাকড়াও করতে তৎপর হয়। মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার বালিচক এলাকায় পুলিশের জালে ধরা পড়ে ৬ দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, এই ৬ দুষ্কৃতী দক্ষিন ২৪ পরগণার বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা। এরা রাতের অন্ধকারে বাঁকুড়া সহ ৪ জেলায় গরু চুরির কাজ চালিয়ে যাচ্ছিল গত কয়েক মাস ধরে। গরু চুরি করে সেগুলি দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় বিক্রি করত। পুলিশ জানিয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয়। আন্তঃজেলা গরু চুরির সাথে এদের যোগ রয়েছে। এই গ্যাং- এর সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।