Arrested

Cow Smuggling: একের পর এক এলাকায় গরু চুরি! পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে আন্তঃজেলা ৬ গরু চোরকে গ্রেপ্তার করল বাঁকুড়া জেলা পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর, ৩১ আগস্ট: স্পেশ্যাল টিম তৈরি করে গরু চুরির কিনারা করলো বাঁকুড়া জেলা পুলিশ। সন্ধান মিললো আন্তঃজেলা গরু পাচার চক্রের। মঙ্গলবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার বালিচক থেকে ৬ জন গরু চোরকে গ্রেপ্তার করে বাঁকুড়া’য় নিয়ে যায় জেলা পুলিশ। তাদের বাঁকুড়া আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে সেই জেলার পুলিশ। জানা যায়, গত ৭-৮ দিন ধরে বাঁকুড়া বিভিন্ন প্রান্ত থেকেই আসছিল গরু চুরির অভিযোগ। তাতে একদিকে যেমন আতংকিত হয়ে পড়েছিলেন গ্রামের মানুষ, ঠিক তেমনই চিন্তা বাড়ছিল বাঁকুড়া জেলা পুলিশের-ও। একদিকে যখন গরু পাচার নিয়ে চলছে কেন্দ্রীয় সংস্থার তদন্ত, ঠিক তখনই বাঁকুড়ায় গরু চুরি নিয়ে একের পর এক অভিযোগ! সেই চুরির কিনারা করতেই স্পেশ্যাল টিম তৈরি করে বাঁকুড়া পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে সেই স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম মঙ্গলবার সন্ধ্যা থেকে ওঁত পেতে বসে থাকে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার বালিচক এলাকায়। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সহায়তায়, সেখান থেকেই গভীর রাতে হাতেনাতে পাকড়াও করা হয় ৬ জনকে। বুধবার তাদের বাঁকুড়া আদালতে তোলা হয় এবং তদন্তের স্বার্থে তাদের হেফাজতে নেয় পুলিশ।

৬ গরুচোর গ্রেপ্তার:

উল্লেখ্য যে, বাঁকুড়া জেলার কোতুলপুর, ছাতনা ও বাঁকুড়া সদর থানায় একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে গত কয়েকদিনে। তারপরই, জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের নেতৃত্বে স্পেশ্যাল তদন্তকারী দল বিভিন্ন তথ্য সংগ্রহ করে ঝাঁপিয়ে পড়ে বড়সড় এই ক্রাইমের কিনারা করতে। পুলিশ জানতে পারে একটি গ্যাং বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও হুগলী জেলাতেও গরু চুরির কান্ড ঘটিয়ে চলেছিল। পুলিশ জানতে পারে এই গ্যাং দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার। তদন্তকারী দল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, ওই গ্যাংকে পাকড়াও করতে তৎপর হয়। মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার বালিচক এলাকায় পুলিশের জালে ধরা পড়ে ৬ দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, এই ৬ দুষ্কৃতী দক্ষিন ২৪ পরগণার বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা। এরা রাতের অন্ধকারে বাঁকুড়া সহ ৪ জেলায় গরু চুরির কাজ চালিয়ে যাচ্ছিল গত কয়েক মাস ধরে। গরু চুরি করে সেগুলি দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় বিক্রি করত। পুলিশ জানিয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয়। আন্তঃজেলা গরু চুরির সাথে এদের যোগ রয়েছে। এই গ্যাং- এর সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago