thebengalpost.net
কালীঘাটের কাকু :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৩০ মে: নবজোয়ার কর্মসূচিতে মাত্র কয়েক ঘণ্টা আগে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে শুভেন্দু অধিকারী সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে বেনজির আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী-কে ‘টার্গেট’ করে তাঁর গড়ে দাঁড়িয়ে রীতিমতো হুংকার দিয়ে অভিষেক মন্তব্য করেছিলেন, “ক্ষমতা থাকলে ইডি, সিবিআই দিয়ে আমাকে তোল।” আর, এই হুঙ্কারের মাত্র কয়েক ঘণ্টা পরেই মঙ্গলবার রাত্রি সাড়ে দশটা নাগাদ ইডি’র হাতে গ্রেফতার হলেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। সুজয় একসময় অভিষেকের লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির শীর্ষ পদে (CEO) চাকরি করতেন বলে দাবি তদন্তকারী সংস্থার। একসময় তা স্বীকারও করেছেন সুজয় নিজে। ব্যানার্জি পরিবারের সঙ্গেও তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা স্বীকার করেছেন সুজয় ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সেক্ষেত্রে, নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুজয়ের গ্রেফতারির পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিরোধীরা দাবি করেছেন, “এবার মাথার দিকে এগোচ্ছে ইডি-সিবিআই!”

thebengalpost.net
কালীঘাটের কাকু :

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১১টা থেকে প্রায় ১১ ঘন্টা জেরা করার পর গ্রেফতার করা হয় ‘কালীঘাটের কাকু’-কে। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে ইডি সূত্রে। উল্লেখ্য যে, ‘কালীঘাটের কাকু’র সঙ্গে সংযোগ রয়েছে এমন ৩টি সংস্থাতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ওই ৩টি সংস্থার মধ্যে একটি সংস্থা বিশেষ করে নজরে রয়েছে তদন্তকারীদের। সেই সংস্থা ‘কালীঘাটের কাকু’ নিয়ন্ত্রণ করতেন বলে তদন্তকারীদের ধারণা। ওই সংস্থাগুলির ডিরেক্টর এবং অ্যাকাউন্টট্যান্টদের তলব করা হয় আগেই। এর পরেই মঙ্গলবার তলব করা হয় সুজয়কে। এর আগে, সিবিআই সুজয়কে দু’বার তলব করে। প্রথম বার সিবিআই দফতরে গিয়ে হাজিরা দিয়েছিলেন তিনি। কিন্তু, পরের বার নিজের আইনজীবীকে দিয়ে নথিপত্র পাঠিয়েছিলেন। সেই সময় সুজয় জানিয়েছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষে তাঁর কাছে কিছু নথি চাওয়া হয়েছিল। সেগুলি তিনি আইনজীবী মারফত পাঠিয়েও দিয়েছেন সিবিআই দফতরে। একই সঙ্গে সুজয় দাবি করেছিলেন, তাঁর স্ত্রী-কন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও তিনি পাঠিয়েছেন আইনজীবীর মাধ্যমে। শেষ পর্যন্ত তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হল!