দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৬ আগস্ট: মুখ্যমন্ত্রীর “খেলা দিবস”, কিন্তু সাত সকালেই দাপিয়ে ফুটবল খেলতে দেখা গেল মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নিজেই সেই ছবি পোস্ট করলেন নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে! নেটিজেনদের ট্রোলডের শিকার-ও হলেন। কারণ, আজকে বিজেপির ঘোষিত কর্মসূচি- “পশ্চিমবঙ্গ বাঁচাও”। জেলায় জেলায় চলছে সকাল থেকে সেই কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে ধুন্ধুমার পরিস্থিতি কলকাতা, মেদিনীপুর সহ বিভিন্ন জায়গায়। কলকাতায় সেই কর্মসূচি ঘিরেই উত্তপ্ত পরিস্থিতি। মহামারী আইনে গ্রেফতার করা হলো, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী’কে। গ্রেফতার আরও অনেকে।

thebengalpost.in
গ্রেফতার শুভেন্দু-দিলীপরা :

প্রসঙ্গত, বিজেপির “পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি” অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাণী রাসমণি রোডে। কিন্তু, অনুমতি দেয়নি পুলিশ। সেখানে বিক্ষোভ সমাবেশের পরই পুলিশের চোখে ধুলো দিয়ে গান্ধী মূর্তির পাদদেশে হাজির হন- দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, দেবশ্রী চৌধুরী, সৌমিত্র খাঁ, শীলভদ্র দত্ত- সহ বিজেপির শীর্ষ নেতারা। এরপরই, পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধ্বস্তাধস্তি শুরু হয়। শেষে তাঁদের গ্রেপ্তার করা হয়। “আমাদের গ্রেফতার করা হয়েছে”, অভিযোগ করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

thebengalpost.in
দিলীপ ঘোষের ফেসবুক পোস্ট :