Arrested

West Midnapore: আগ্নেয়াস্ত্র সহ হাওড়া ব্রিজ থেকে পাকড়াও পশ্চিম মেদিনীপুরের ‘কুখ্যাত’ অস্ত্র কারবারি! এলাকার ‘ত্রাস’ গ্রেপ্তার হওয়ায় খুশির হাওয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: প্রায় দু’দশকেরও বেশি সময় ধরে অস্ত্রের কারবার করার অভিযোগ। একপ্রকার ভয়ে কাঁপতেন এলাকাবাসী! নির্বাচন এলেই বেড়ে যেত দাপট। একসময় সিপিআইএমের আশ্রয়ে লালিত, পরবর্তী সময়ে বিজেপি-তে ভিড়ে ২০২১-এর বিধানসভা পর্যন্ত সন্ত্রাস চালিয়ে যাওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে দাঁতন বিধানসভা থেকে বিজেপির (দিলীপ ঘোষের) বড়সড় লিড পাওয়ার পেছনেও নাকি এই ‘কুখ্যাত’ অস্ত্র কারবারির ‘অবদান’ ছিল! মঙ্গলবার (২ আগস্ট) হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একাধিক আগ্নেয়াস্ত্র সহ কলকাতা পুলিশের STF (স্পেশাল টাস্কফোর্স) দাঁতনের পুরুন্দা এলাকার বাসিন্দা এই সমীর পট্টনায়েক-কে গ্রেপ্তার করার খবর পাওয়ার পরই বৃহস্পতিবার রাতে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। তাঁর দাবি, “১৯৯৯ সালে অর্থাৎ তৎকালীন বাম আমলে এই সমীর পট্টনায়ক-কে আমরা, এলাকাবাসী মনোহরপুর বাস স্ট্যান্ড থেকে অস্ত্রসহ পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। কিন্তু, কিছুদিন পরেই জামিন পেয়ে গিয়েছিল বামেদের এই হার্মাদ। ‌২০১১’র পর বিজেপিতে গিয়ে ভিড়ে যায়। তারপর থেকে প্রতিটি নির্বাচনে গুলি-বোমাবাজি করে এলাকাবাসী-কে ভোট দিতে দিতোনা। ২০১৯ এর লোকসভা কিংবা ২০২১ এর বিধানসভাতে মনোহরপুর, জেনকাপুর, তুরকা প্রভৃতি এলাকায় বোমাবাজি করে সাধারণ ভোটারদের ঘর থেকে বের হতে দেয়নি। অনেক কষ্টে কিছু বুথ আগলে রেখে আমরা বিধানসভায় অল্প ব্যবধানে জিততে পেরেছি। এই দুষ্কৃতী না থাকলে অন্তত ২০-৩০ হাজার ভোটে জেতার কথা।” তিনি এও জানিয়েছেন, “কলকাতা পুলিশ-কে ধন্যবাদ তাঁরা এই অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করেছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের কাছে আমার আবেদন, এই দুষ্কৃতী-কে রিমান্ডে নিয়ে আসা হোক। এই জেলার কোথায় কোথায় অস্ত্র মজুদ করে রেখেছে, তা খুঁজে বের করা হোক।”

সমীর পট্টনায়ক:

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২ আগস্ট দুপুর ১ টা ২০ নাগাদ হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বছর ৫৪’র সমীর পট্টনায়ক-কে গ্রেপ্তার করে এসটিএফ। তার কাছ থেকে ৪ টি (চারটি) ওয়ান সাটার দেশি বন্দুক এবং ৪০-টি (চল্লিশটি) এইট এম.এম তাজা কার্তুজ উদ্ধার হয়। এই সমস্ত অস্ত্র পাচার করতে নিয়ে যাচ্ছিল বলেই কলকাতা পুলিশের অনুমান। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে, এসটিএফ থানায় তার বিরুদ্ধে মামলা রুজু করে। বুধবার (৩ আগস্ট) তাকে আদালতে তোলা হলে, তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। স্বভাবতই কুখ্যাত এই দুষ্কৃতী গ্রেপ্তার হওয়ার খবর আসার পরই দাঁতন জুড়ে খুশির হাওয়া! এদিকে, বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান সহ শাসকদলের অভিযোগ, বিজেপির দাঁতন-২ পশ্চিম মন্ডলের সাধারণ সম্পাদক সমীর পট্টনায়ক ছিল সমীর। তাই, জিজ্ঞাসাবাদ করা হোক এই এলাকার বিজেপির অন্যান্য নেতাদেরও! অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি’র জেলা সহ সভাপতি অরূপ দাস জানিয়েছেন, “বিষয়টা কি আমরা এখনও জানিনা। তবে, যিনি এতো অভিযোগ করছেন, তাঁর কাছে আমাদের প্রশ্ন ২০১১ সাল থেকে আপনাদের পুলিশ, আপনি এলাকার বিধায়ক, এতদিন কি আপনাদের পুলিশ ঘুমাচ্ছিল? পুরোটাই আসলে বিক্রম বাবু’র চক্রান্ত। উনিই তো দাঁতন জুড়ে দুষ্কৃতীদের লালন পালন করেন। দু’দিন ছাড়া বোমা বিস্ফোরণ হচ্ছে! আর, এখন বিজেপির দোষ?” এদিকে, ঘটনা ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা’র মন্তব্য, “সিপিআইএমের হার্মাদরাই যে বিজেপি’র জল্লাদ তা আবার প্রমাণিত হল! পুলিশ সক্রিয় হলে, এরকম আরও দুষ্কৃতী গ্রেপ্তার হবে।”

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago