দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ আগস্ট: নিঃসন্দেহে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালী থানার। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ১২ জন ডাকাতকে অস্ত্র সহ গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, নাইট কারফিউ অভিযান চলাকালীন (রাত্রি ১১ টার পর থেকে ভোর ৫ টা), গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালী পুলিশ এদের গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে একাধিক অস্ত্রশস্ত্র আটক করা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালায়। আর সেই অভিযানে আসে বড়সড় সাফল্য! বৃহস্পতিবার গভীর রাতে কোতোয়ালী থানার এক পুলিশ আধিকারিকের নেতৃত্বে অভিযান চলাকালীন, গোপন সূত্রে খবর পেয়ে মেদিনীপুর শহর লাগোয়া হোসনাবাদ থেকে এই ডাকাতদলকে গ্রেফতার করা হয়। এর মধ্যে কিছু জন পুলিশ দেখেই দৌড় লাগায় বলে জানা গেছে। বাকি ১২ জনকে পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে গ্রেফতার করে। যাদের প্রত্যেকের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা তারা। জেরা করলে জানা যায়, তারা মূলত ডাকাতি উদ্দেশ্য জড়ো হয়েছিল, শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে। এদের কাছ থেকে উদ্ধার হয় ভোজালি, ছুরি, একটি বন্দুক, দুটি কার্তুজ এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র। পুলিশ তাদের গ্রেফতার করে, শুক্রবার আদালতে তুললে ১৪ দিনের জেল হেফাজত হয় বলে জানা গেছে।