দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৬ জুন: ‘আবেগে মননে মাতৃভাষা’ এই আপ্ত বাক্যকে হৃদয় রেখে সম্প্রতি স্বর-আবৃত্তি, মেদিনীপুর আয়োজিত বাচনিক কর্মশালা অনুষ্ঠিত হয় গেল মেদিনীপুর শহরের শ্যামসংঘে । প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আকাশবাণী (তথা, দূরদর্শনের)-র বিশিষ্ট সঞ্চালক তাপস চৌধুরী এবং বাংলার জনপ্রিয় ভয়েস ওভার আর্টিস্ট পাপিয়া রাই চক্রবর্ত্তী। জুনের তীব্র দাবদাহ উপেক্ষা করেই সকাল থেকে কর্মশালাটিতে প্রায় উৎসবের মেজাজ ছিল। ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রায় ৬৫ জন ছাত্রছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করে। প্রশিক্ষণের শেষে প্রত্যেকের হাতে সার্টিফিকেট এবং মেডেল তুলে দেওয়া হয়। প্রশিক্ষণে আবৃত্তি ছাড়াও গল্পপাঠ, সঞ্চালনা, কণ্ঠশৈলী, মাইকের ব্যবহার, উচ্চারণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। হাতে কলমে নানা কবিতা, টাং টুইস্টার শেখান প্রশিক্ষকরা।
স্বর-আবৃত্তির অধ্যক্ষ শুভদীপ বসু বলেন, “আমরা প্রত্যেক বছর এরকম একটি কর্মশালার আয়োজন করে থাকি। এখানকার ছেলেমেয়েদের সব সময় কলকাতায় গিয়ে বিভিন্ন কর্মশালাতে অংশগ্রহণ করা সম্ভব হয় না। এমন গুণী মানুষদের পাশে পেয়ে আমরা খুব খুশি। আমরা সবাই সবকিছু জানিনা। একে অন্যের কাছ থেকে শিখতে ক্ষতি কি? যতদিন বাঁচি ততদিন শিখি আমরা এই কথাতেই বিশ্বাসী।” অন্যতম প্রশিক্ষক তাপস চৌধুরী বলেন, “কলকাতার বাইরে এই শিল্প নিয়ে এত সুন্দর চর্চা হচ্ছে, এখানে না এলে বুঝে উঠতে পারতাম না। কর্মশালা এমনই এক জায়গা, যেখানে আমরা একে অন্যের সাথে নিজেদের পছন্দের বিষয়ের উপর ভাব বিনিময় করে থাকি। স্বর-আবৃত্তির অনুশীলন ও শুভদীপের সাংগঠনিক দক্ষতা আমাদের মুগ্ধ করেছে। এখানকার মানুষদের আন্তরিকতায় ও ভালোবাসায় আমরা আপ্লুত।” আরেক প্রশিক্ষক পাপিয়া রাই চক্রবর্ত্তী কিভাবে কার্টুন চরিত্রে নিজের কন্ঠ প্রদান করেন, তা কর্মশালায় ছোটদের শোনান। সবসময়ই কার্টুন ছোটদের কাছে টানে। কার্টুন চরিত্র গুলির কন্ঠ চোখের সামনে শুনে ছোট্ট বন্ধুরা দারুন আনন্দ পায়। শুধু মেদিনীপুরের আবৃত্তি শিল্পী নয় বাঁকুড়া, গোপীবল্লভপুর, গোয়ালতোড়, ঝাড়গ্রাম থেকেও শিল্পীরা এসেছিলেন কর্মশালায় যোগদান করতে। দুই প্রশিক্ষককে শুভেচ্ছা জানান দীপক বসু। অনুষ্ঠানের শেষে স্বর-আবৃত্তির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন মনীষা বসু।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…