Award

বয়স মাত্র সাড়ে তিন, এই বয়সেই একাধিক গুণ! ক্ষুদে প্রিয়মের কীর্তিতে মেদিনীপুরে ফের এল ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ (India Book of Records)

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ সেপ্টেম্বর:’রত্নগর্ভা’ মেদিনীপুর! শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-বিজ্ঞান-ঐতিহ্য সব কিছুতেই মেদিনীপুরের সন্তানরা অতীতে ও বর্তমানে নিজেদের কৃতিত্বের পরিচয় দিয়েছেন এবং দিয়ে চলছেন। মেদিনীপুরের একাধিক ক্ষুদে সন্তান সম্প্রতি বিভিন্ন সর্বভারতীয় প্ল্যাটফর্মে (মঞ্চে) নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। মেদিনীপুরে এসেছে একাধিক ইন্ডিয়া বুক রেকর্ডস (India Book of Records) ও। এবার, ‘জঙ্গলমহলের ভূমিপুত্র’ মাত্র সাড়ে তিন বছরের প্রিয়ম মাহাত’র সৌজন্যে ফের একবার মেদিনীপুরে এল সর্বভারতীয় স্বীকৃতি প্রদানকারী সংস্থা- ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ এর পুরস্কার। একসময়ের মাও আঁতুড়ঘর চাঁদড়া এলাকার ‘ভূমিপুত্র’ প্রিয়ম। এখন মায়ের সঙ্গে মেদিনীপুরের রাঙামাটিতে থাকে। বাবা সেনা জওয়ান। জম্মু-কাশ্মীরে পোস্টিং। ছোট থেকে বাবার সাহচর্য খুব কমই পেয়েছে প্রিয়ম। কিন্তু, মায়ের যত্ন আর প্রিয়মের ঐশ্বরিক প্রতিভা- তাকে একাধিক গুণে ‘গুণী’ করে তুলেছে। তার প্রতিভার স্বীকৃতি দিয়ে, সম্প্রতি তার বাড়িতে “ইন্ডিয়া বুক অফ রেকর্ডস” কর্তৃপক্ষ পাঠিয়ে দিয়েছে শংসাপত্র সহ পুরস্কারের ডালি। খুশির হাওয়া প্রিয়মের পরিবারে। উচ্ছ্বসিত জঙ্গলমহলও। দূর থেকে এই খবর পেয়ে আনন্দে চোখ থেকে জল ঝরে পড়ছে সেনা জওয়ান বাবা প্রলয় মাহাত’রও!

পুরস্কার হাতে মায়ের সাথে প্রিয়ম :

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৭ সালে জন্ম হয় ছোট প্রিয়মের। বাবা প্রলয় মাহাতো কেন্দ্রীয় বাহিনী CRPF এর জওয়ান। পোস্টিং জম্মু-কাশ্মীরে। মাওবাদী আঁতুড়ঘর জঙ্গলমহল চাঁদড়া ও পিড়াকাটার মধ্যস্থলে ঢঁররাশোল নামক একটি প্রত্যন্ত গ্রামে বড় হয়ে উঠেছে প্রিয়ম। ছোট থেকেই সহজাত প্রতিভা সম্পন্ন ছিল সে। কোন কিছু একবার শুনে নিলেই মনে রাখতে পারত। ছোট থেকেই যে কোন গানের সঙ্গে নাচ, পশু-পাখির ইংরেজি ও বাংলা নাম, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বাংলা ও ইংরেজি নাম, বাংলা ও ইংরেজিতে নিজের নাম, বাবার নাম, গ্রামের নাম বলতে পারত সে। এরপর, মা বালিকা মাহাত’র যত্ন ও লালিত্যে আরও অনেক কিছু শিখে ফেলে সে। সহজেই নির্ভুলভাবে গাইতে পারে ভারতের জাতীয় সংগীত (নেতা-মন্ত্রীদের মতো বলতে বলতে আটকে যায় না!)। তার আধো-আধো গলায় উচ্চারণ করতে পারে গায়ত্রী মন্ত্র সহ তিনটি মন্ত্র। সর্বোপরি, ১ মিনটের মধ্যে অনর্গলভাবে বলে যেতে পারে আমাদের দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীর নাম। এতেই মন্ত্রমুগ্ধ হয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ! সম্প্রতি, মেদিনীপুর শহরের টেকনো ইন্ডিয়া স্কুলে ভর্তি হয়েছে প্রিয়ম। থাকে শহরের রাঙ্গামাটিতে। ইংরেজি A থেকে Z ক্যাপিটাল ও স্মল লেটারে লিখতে পারে, বলতে পারে। ইংরেজিতে রাইমস ও বাংলায় ছড়া বলতে পারে। টিভিতে দেখা যে কোন গানের নাচ সহজেই রপ্ত করে ফেলে সাড়ে তিন বছরের প্রিয়ম। এছাড়াও, আঁকতে পারে এবং রং করতে পারে। প্রিয়ময়ের এই ধরনের সক্রিয়তা বা অ্যাকটিভিটি দেখে তার মা গত মে মাস নাগাদ আবেদন করেন ইন্ডিয়া বুক অব রেকর্ডসে। অবশেষে, সেপ্টেম্বর মাসে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের শিরোপা এলো প্রিয়ময়ের বাড়িতে! মা বালিকা মাহাত বললেন, “আপনারা আশীর্বাদ করুন, ও যেন অনেক বড় হয়।”

বাবার সঙ্গে ক্ষুদে প্রিয়ম (ফাইল ছবি) :

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago