Murder

নাবালিকার দেহ উদ্ধার শালবনীর ভাদুতলার জঙ্গলে! খুনের অভিযোগে খড়্গপুর থেকে গ্রেপ্তার নিজের মাসি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ সেপ্টেম্বর: বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার গোবরুর কাছে কুচাকলা গ্রামে। ছোট থেকেই থাকত খড়্গপুর গ্রামীণ থানার রূপনারায়ণপুরে গ্রামে নিজের মামা বাড়িতে। সাত বছরের নাবালিকা গতকাল (শুক্রবার) সকাল থেকে মাসির সাথে বেরিয়েছিল। তারপর থেকেই নিখোঁজ ছিল দু’জনই! বিকেলে খড়্গপুর গ্রামীণ থানায় নিখোঁজ ডায়েরি করেন মামাবাড়ির লোকেরা। খোঁজাখুঁজি শুরু হয়। এরপর, শনিবার সকালে শালবনী ব্লকের ভাদুতলার জঙ্গলে পাতা কুড়াতে গিয়ে, ঝোপের মধ্যে এক নাবালিকার দেহ দেখতে পান কয়েকজন। তাঁরা শালবনী থানায় খবর দিলে, পুলিশ এসে সাত বছরের ওই নাবালিকার দেহ উদ্ধার করে। পরিবারের, সদস্যরা এসে গতকাল থেকে নিখোঁজ থাকা সেই নাবালিকাকে চিহ্নিত করেন। নিখোঁজ থাকা এবং মৃত নাবালিকার বাবার নাম রঞ্জিত সিং। এদিকে, আজ সকালে খড়্গপুর গ্রামীণ থানায় মাসি প্রতিমা সিং (৩০) এর নামে লিখিত অভিযোগ দায়ের করার পর দুপুর নাগাদ পুলিশ তাকে গ্রেফতার করে। প্রাথমিক অনুমান মাসিই তাকে খুন করেছে, তবে খুনের প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। আগামীকাল তাকে আদালতে তুলে পুলিশি হেফাজতের আবেদন করা হবে বলে জানা গেছে। এদিকে, মৃত নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে শালবনী থানার পুলিশ! রহস্যজনক এই মৃত্যুতে শোকে পাথর নাবালিকার বাবা-মা সহ পরিবার-পরিজনেরা।

৭ বছরের স্নেহার মৃতদেহ উদ্ধার :

প্রসঙ্গত, শালবনীর কুচাকলা গ্রামের রঞ্জিত সিংয়ের ৭ বছরের মেয়ে (স্নেহা) ছোটো থেকেই নিজের মামা বাড়িতে থাকত। গতকাল মাসির সাথে বেরিয়ে নিখোঁজ ছিল। এরপরই, শনিবার তার নিজের বাড়ির কাছাকাছি এলাকায় (ভাদুতলা) জঙ্গলে দেহ উদ্ধার হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝোপের মধ্যে দেহ পড়ে ছিল। সামনেই জুতো জোড়া ছিল। গলায় দড়ির ফাঁসের চিহ্ন বোঝা যাচ্ছিল! আর, একটি দড়িও সামনে পড়ে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। যদিও, শালবনী থানার পুলিশ দড়ি উদ্ধারের বিষয়টি অস্বীকার করেছে। নিখোঁজ নাবালিকার নিখোঁজ ডায়েরি যেহেতু হয়েছিল খড়্গপুর গ্রামীণ থানায়, সেখানেই এই মৃত্যুর তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন শালবনী থানার আধিকারিকরা। এদিকে, মৃত নাবালিকার মামা খোকন সিং এসেও নাবালিকাকে সনাক্ত করেন। ততক্ষণে বাবা-মা’ও চিহ্নিত করেছেন তাঁদের কন্যাকে। পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পর এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, পুলিশ ওই নাবালিকার মাসি প্রতিমা সিং নামে বছর ৩০ এর মহিলা-কে গ্রেফতার করেছে। জেরায় নাকি খুনের অভিযোগ স্বীকার করেছে প্রতিমা! তবে খুনের কারণ জানতে চাইলে ‘অসংলগ্ন’ কথাবার্তা বলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আগামীকাল তাকে আদালতে তুলে, আরো জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। তবে, রহস্যজনক এই মৃত্যু বা খুনের কারণ নিয়ে এখনও দ্বন্দ্বে পরিবার-পরিজন সহ সকলেই!

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago