thebengalpost.net
২ হাজার নোট অচল হচ্ছে ১ অক্টোবর থেকে:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২০ মে: ২০১৮-‘১৯ অর্থবর্ষ থেকেই ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। আর, গত দু’এক বছরে বাজারে সেভাবে দেখাও যায়না এই নোট। বাঙালি শেষ বার একসঙ্গে অনেক ২০০০ টাকার নোট দেখেছিলেন টিভি’র পর্দায়। গত বছর (২০২২) ২২ জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে ইডি’র তল্লাশি অভিযানে! রিজার্ভ ব্যাংকের তরফে, গতকাল অর্থাৎ ১৯ মে (শুক্রবার) বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, বাজারে আর ২০০০ টাকার নোটের প্রয়োজন নেই। তাই, বাজারে পড়ে থাকা বাকি ২ হাজার টাকার নোট তুলে নেওয়া হবে RBI’ এর তরফে। দেশের যে কোনো ব্যাঙ্কের শাখায় (Any Branch of Any Bank) অথবা আরবিআই’র ১৯টি আঞ্চলিক শাখার মাধ্যমে এই নোট তুলে নেওয়া হবে। তবে, আগামী ৩০ সেপ্টেম্বর (২০২৩) পর্যন্ত বাজারে চালু থাকবে ২০০০ টাকার নোট। সমস্ত কেনাকাটা বা বিল মেটানো যাবে ২ হাজার টাকার নোট দিয়ে।

thebengalpost.net
২ হাজার নোট অচল হচ্ছে ১ অক্টোবর থেকে:

ওই সময়ের মধ্যে (৩০ সেপ্টেম্বরের মধ্যে) যেকোনো ব্যাঙ্কের, যেকোনো শাখায় আপনার অ্যাকাউন্ট থাকলে ২ হাজার নোট অনায়াসে জমা করে দিতে পারেন। ২৩ মে (২০২৩) অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে যেকোনো ব্যাঙ্কের যেকোনো শাখায় গিয়ে (আপনার অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক) বদল করে নিতে পারেন ২ হাজার টাকার নোট। তবে, ৩০ সেপ্টেম্বরের মধ্যেই বদল করতে হবে এবং এককালীন সর্বাধিক ২০ হাজার টাকা পর্যন্ত বদল করতে পারবেন। আরবিআই’র ১৯টি আঞ্চলিক শাখা থেকেও এই সময়ের মধ্যে (২৩ মে-৩০ সেপ্টেম্বর) নোট বদল করা যাবে। ব্যাংক নিযুক্ত বিজনেস করেসপন্ডেন্ট (বা, সিএসপি সেন্টারের মাধ্যমে) মাধ্যমেও নোট বদল করা যাবে। সেক্ষেত্রে এককালীন সর্বাধিক ৪ হাজার টাকা (four thousand only) বদল করা যাবে। বদল করার ক্ষেত্রে প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম গ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাজারে বা সমস্ত কেনাকাটার ক্ষেত্রে ব্যবহার করা যাবে ২০০০ টাকার নোট। তাই, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এনিয়ে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। বেশি নোট থাকলে নিশ্চিন্তে আপনার অ্যাকাউন্টে জমা করুন!

এই বিষয়ে, আতঙ্কিত হওয়া বা গুজব ছড়ানো থেকে সমস্ত মহলকেই ‘বিরত’ থাকার পরামর্শ দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফে। এমনকি, এই সময়ের মধ্যে যদিওবা কোনো ATM থেকে ২ হাজার নোট বেরোয় (যদিও সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে), তাহলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে, এই সময়ের মধ্যে অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোনো ব্যাংকের তরফে আপনাকে ২ হাজার নোট দেওয়া হবেনা! বরং, আপনি নিশ্চিন্তে ২ হাজার নোট জমা (অ্যাকাউন্ট থাকলে) বা বদল (২৩ মে থেকে) করে নিতে পারবেন।

thebengalpost.net
Reserve Bank Guidelines: