thebengalpost.net
রাজ্যে ব্যাঙ্ক বন্ধ ৮ দিন (প্রতীকী ও নিজস্ব ছবি) :

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১ নভেম্বর: নভেম্বর মাস মানেই উৎসবের মরশুম! যেকারণে প্রতিটি কর্মক্ষেত্রেই ছুটির আবহ তৈরি হয়। তার ব্যতিক্রম নয় ব্যাঙ্কিং পরিষেবাও। চলতি মাসে দীপাবলী, ভাইফোঁটা, ছটপুজো, গুরু নানক জয়ন্তীর মতো একাধিক উৎসব থাকার কারণে মোট ১৭ দিন ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকবে। মাত্র ১৩ দিন সব রাজ্যেই ব্যাঙ্ক খোলা! এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India) একটি ছুটির তালিকাও প্রকাশ করেছে।

thebengalpost.net
প্রতীকী ছবি (নিজস্ব) :

যদিও, বিভিন্ন রাজ্য মিলিয়ে এই ১৭ দিন ব্যাঙ্ক ছুটি থাকবে। সমগ্র দেশের পাশাপাশি এ রাজ্যেও অবশ্য বেশ কয়েকদিন বন্ধ থাকবে এই Banking পরিষেবা। দেখে নিন ছুটির Bnak এর ছুটির তালিকা।
১ নভেম্বর : কন্নড় রাজ্যৎসব /কুট; (কর্ণাটক, মণিপুর)
৩ নভেম্বর : ভূত/ নরক চতুর্দশী (কর্ণাটক)
৪ নভেম্বর : কালীপুজো / দীপাবলি (বেশিরভাগ রাজ্য)
৫ নভেম্বর : দিওয়ালি (বেশিরভাগ রাজ্য)
৬ নভেম্বর : ভাইফোঁটা (বেশ কিছু রাজ্য)
৭ নভেম্বর : রবিবার
১০ ও ১১ নভেম্বর : ছটপুজো (বিহার, ঝাড়খণ্ড)
১২ নভেম্বর : ওয়ানগালা উৎসব (মেঘালয়)
১৩ নভেম্বর : মাসের দ্বিতীয় শনিবার
১৪ নভেম্বর : রবিবার
১৯ নভেম্বর : গুরু নানক জয়ন্তী /কার্তিক পূর্ণিমা (বেশিরভাগ রাজ্য)
২১ নভেম্বর: রবিবার
২২ নভেম্বর : কনকদাস জয়ন্তী (কর্ণাটক)
২৩ নভেম্বর : সেং কুটস্নেম (মেঘালয়)
২৭ নভেম্বর : মাসের চতুর্থ শনিবার
২৮ নভেম্বর : রবিবার।