Banking

Bank Holidays: ১৭ নয়, নভেম্বরে এরাজ্যে Bank ছুটি ৮ দিন! ‘ভাইফোঁটাতেও ছুটি নেই’ মনখারাপ মেদিনীপুরের ব্যাঙ্ককর্মীদের

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৪ নভেম্বর: সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)’র সূত্র উদ্ধৃত করে, নভেম্বর (November) মাসে ‘ব্যাঙ্ক ছুটি’র যে তালিকা বিভিন্ন সংবাদমাধ্যমে ভাইরাল হয়েছে, তাতে বেজায় ক্ষুব্ধ এ রাজ্যের ব্যাংক কর্মচারীরা। তাঁদের মতে, ছুটি মাত্র ৮ দিন, অথচ বলা হচ্ছে ১৭ দিন! আসলে দোষ নেই সংবাদমাধ্যমেরও। সারা দেশের সমস্ত রাজ্য মিলিয়ে মোট ১৭ দিন এবার ব্যাঙ্ক বন্ধ থাকবে (Bank Holidays)। কারণ, নভেম্বর মাস সারা দেশজুড়েই উৎসবের মাস। কর্ণাটক, মনিপুর, মেঘালয়, বিহার, ঝাড়খন্ড, গুজরাট উত্তর প্রদেশ প্রভৃতি সব রাজ্যেই দেওয়ালি, নানক জয়ন্তী সহ নানা উৎসব অনুষ্ঠান রয়েছে। তবে, রাজ্য অনুযায়ী বিশেষ বিশেষ কিছু উৎসবও আছে, যেমন- কর্ণাটকে কন্নড় উৎসব, ভূত চতুর্দশী; মণিপুরে কুট; বিহার-ঝাড়খণ্ডে ছট; গুজরাট-উত্তর প্রদেশে ভাইদুজ প্রভৃতি। যদিও, ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে পশ্চিমবঙ্গে কোনো ছুটি নেই! এমনকি, কালিপুজো থেকে ভাইফোঁটা অবধি মোট ছুটি মাত্র ১ দিন।‌আজ, বৃহস্পতিবার’ই কেবল ব্যাঙ্ক ছুটি থাকছে পশ্চিমবঙ্গে। শুক্রবার ও শনিবার যথারীতি ব্যাঙ্ক খোলা, এমনকি রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিও। এনিয়ে মেদিনীপুর শহরের এক ব্যাঙ্ক কর্মী অভ্রজ্যোতি নাগ বললেন, “কিছু তো করার নেই, Bank জরুরি পরিষেবার মধ্যে পড়ছে। তবে, বিশেষ কিছু উৎসবে ছুটি থাকলে ভালো লাগে। যেখানে, দীপাবলি ও ভাই ফোঁটাতে অন্যান্য বেশকিছু রাজ্যে ছুটি থাকছে, সেখানে এরাজ্যে ছুটি মাত্র কালীপুজোর দিন সকালে। অথচ সবাই জানে কালীপুজো রাতে হয়। তাই ছুটি থাকা উচিত, তার পরের দিন অর্থাৎ দীপাবলির দিন। আর, ভাইফোঁটা’র ছুটি না থাকায়, প্রতিবছরই আমাদের মন খারাপ হয়। মন খারাপ হয় আমাদের দিদি কিংবা বোনেদেরও! তবে, এ নিয়ে ব্যক্তিগতভাবে কিছু বলার নেই, তবে আমাদের বেশিরভাগ ব্যাংক কর্মীদের একটাই আবেদন, কালীপুজোর দিন সকালে ছুটি না দিয়ে, তার পরের দিন ছুটি দেওয়ার কথা এবার থেকে চিন্তাভাবনা করা হোক।”

মনখারাপ এরাজ্যের ব্যাঙ্ক কর্মচারীদের :

প্রসঙ্গত উল্লেখ্য, চারটা রবিবার ও দু’টি শনিবার (দ্বিতীয় ও চতুর্থ) ছাড়া পশ্চিমবঙ্গে ব্যাংক ছুটি থাকছে মাত্র ২ দিন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) কালীপুজোর দিন এবং ১৯ নভেম্বর (শুক্রবার) গুরু নানকের জন্মদিন। সবমিলিয়ে রাজ্যে নভেম্বর মাসে ব্যাঙ্ক ছুটি ৮ দিন।‌‌ ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে ২২ দিন। তবে, একথা সত্যি যে সারা দেশের সমস্ত রাজ্য মিলিয়ে নভেম্বরে মাসে ব্যাঙ্ক ছুটি মোট ১৭ দিন অর্থাৎ সারা দেশেই ব্যাঙ্ক খোলা মাত্র ১৩ দিন! যদিও, এই তথ্য এরাজ্যের ব্যাংক কর্মচারীদের কাছে মরীচিকার মতো। তাই, এই তথ্যে বেজায় ক্ষুব্ধ তাঁরা! এবার দেখে নিন সার দেশের ব্যাঙ্ক ছুটি’র তালিকা:
১ নভেম্বর : কন্নড় রাজ্যৎসব /কুট; (কর্ণাটক, মণিপুর)
৩ নভেম্বর : ভূত/ নরক চতুর্দশী (কর্ণাটক)
৪ নভেম্বর : কালীপুজো / দীপাবলি (পশ্চিমবঙ্গ সহ বেশিরভাগ রাজ্য)
৫ নভেম্বর : দিওয়ালি (বেশিরভাগ রাজ্য)
৬ নভেম্বর : ভাইফোঁটা (বেশ কিছু রাজ্য)
৭ নভেম্বর : রবিবার
১০ ও ১১ নভেম্বর : ছটপুজো (বিহার, ঝাড়খণ্ড)
১২ নভেম্বর : ওয়ানগালা উৎসব (মেঘালয়)
১৩ নভেম্বর : মাসের দ্বিতীয় শনিবার
১৪ নভেম্বর : রবিবার
১৯ নভেম্বর : গুরু নানক জয়ন্তী /কার্তিক পূর্ণিমা (পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্য)
২১ নভেম্বর: রবিবার
২২ নভেম্বর : কনকদাস জয়ন্তী (কর্ণাটক)
২৩ নভেম্বর : সেং কুটস্নেম (মেঘালয়)
২৭ নভেম্বর : মাসের চতুর্থ শনিবার
২৮ নভেম্বর : রবিবার।

রাজ্যে ব্যাঙ্ক বন্ধ ৮ দিন (প্রতীকী ও নিজস্ব ছবি) :

News Desk

Recent Posts

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

5 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

6 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

6 days ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

1 week ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

2 weeks ago