Banking

Bank Holidays: ১৭ নয়, নভেম্বরে এরাজ্যে Bank ছুটি ৮ দিন! ‘ভাইফোঁটাতেও ছুটি নেই’ মনখারাপ মেদিনীপুরের ব্যাঙ্ককর্মীদের

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৪ নভেম্বর: সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)’র সূত্র উদ্ধৃত করে, নভেম্বর (November) মাসে ‘ব্যাঙ্ক ছুটি’র যে তালিকা বিভিন্ন সংবাদমাধ্যমে ভাইরাল হয়েছে, তাতে বেজায় ক্ষুব্ধ এ রাজ্যের ব্যাংক কর্মচারীরা। তাঁদের মতে, ছুটি মাত্র ৮ দিন, অথচ বলা হচ্ছে ১৭ দিন! আসলে দোষ নেই সংবাদমাধ্যমেরও। সারা দেশের সমস্ত রাজ্য মিলিয়ে মোট ১৭ দিন এবার ব্যাঙ্ক বন্ধ থাকবে (Bank Holidays)। কারণ, নভেম্বর মাস সারা দেশজুড়েই উৎসবের মাস। কর্ণাটক, মনিপুর, মেঘালয়, বিহার, ঝাড়খন্ড, গুজরাট উত্তর প্রদেশ প্রভৃতি সব রাজ্যেই দেওয়ালি, নানক জয়ন্তী সহ নানা উৎসব অনুষ্ঠান রয়েছে। তবে, রাজ্য অনুযায়ী বিশেষ বিশেষ কিছু উৎসবও আছে, যেমন- কর্ণাটকে কন্নড় উৎসব, ভূত চতুর্দশী; মণিপুরে কুট; বিহার-ঝাড়খণ্ডে ছট; গুজরাট-উত্তর প্রদেশে ভাইদুজ প্রভৃতি। যদিও, ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে পশ্চিমবঙ্গে কোনো ছুটি নেই! এমনকি, কালিপুজো থেকে ভাইফোঁটা অবধি মোট ছুটি মাত্র ১ দিন।‌আজ, বৃহস্পতিবার’ই কেবল ব্যাঙ্ক ছুটি থাকছে পশ্চিমবঙ্গে। শুক্রবার ও শনিবার যথারীতি ব্যাঙ্ক খোলা, এমনকি রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিও। এনিয়ে মেদিনীপুর শহরের এক ব্যাঙ্ক কর্মী অভ্রজ্যোতি নাগ বললেন, “কিছু তো করার নেই, Bank জরুরি পরিষেবার মধ্যে পড়ছে। তবে, বিশেষ কিছু উৎসবে ছুটি থাকলে ভালো লাগে। যেখানে, দীপাবলি ও ভাই ফোঁটাতে অন্যান্য বেশকিছু রাজ্যে ছুটি থাকছে, সেখানে এরাজ্যে ছুটি মাত্র কালীপুজোর দিন সকালে। অথচ সবাই জানে কালীপুজো রাতে হয়। তাই ছুটি থাকা উচিত, তার পরের দিন অর্থাৎ দীপাবলির দিন। আর, ভাইফোঁটা’র ছুটি না থাকায়, প্রতিবছরই আমাদের মন খারাপ হয়। মন খারাপ হয় আমাদের দিদি কিংবা বোনেদেরও! তবে, এ নিয়ে ব্যক্তিগতভাবে কিছু বলার নেই, তবে আমাদের বেশিরভাগ ব্যাংক কর্মীদের একটাই আবেদন, কালীপুজোর দিন সকালে ছুটি না দিয়ে, তার পরের দিন ছুটি দেওয়ার কথা এবার থেকে চিন্তাভাবনা করা হোক।”

মনখারাপ এরাজ্যের ব্যাঙ্ক কর্মচারীদের :

প্রসঙ্গত উল্লেখ্য, চারটা রবিবার ও দু’টি শনিবার (দ্বিতীয় ও চতুর্থ) ছাড়া পশ্চিমবঙ্গে ব্যাংক ছুটি থাকছে মাত্র ২ দিন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) কালীপুজোর দিন এবং ১৯ নভেম্বর (শুক্রবার) গুরু নানকের জন্মদিন। সবমিলিয়ে রাজ্যে নভেম্বর মাসে ব্যাঙ্ক ছুটি ৮ দিন।‌‌ ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে ২২ দিন। তবে, একথা সত্যি যে সারা দেশের সমস্ত রাজ্য মিলিয়ে নভেম্বরে মাসে ব্যাঙ্ক ছুটি মোট ১৭ দিন অর্থাৎ সারা দেশেই ব্যাঙ্ক খোলা মাত্র ১৩ দিন! যদিও, এই তথ্য এরাজ্যের ব্যাংক কর্মচারীদের কাছে মরীচিকার মতো। তাই, এই তথ্যে বেজায় ক্ষুব্ধ তাঁরা! এবার দেখে নিন সার দেশের ব্যাঙ্ক ছুটি’র তালিকা:
১ নভেম্বর : কন্নড় রাজ্যৎসব /কুট; (কর্ণাটক, মণিপুর)
৩ নভেম্বর : ভূত/ নরক চতুর্দশী (কর্ণাটক)
৪ নভেম্বর : কালীপুজো / দীপাবলি (পশ্চিমবঙ্গ সহ বেশিরভাগ রাজ্য)
৫ নভেম্বর : দিওয়ালি (বেশিরভাগ রাজ্য)
৬ নভেম্বর : ভাইফোঁটা (বেশ কিছু রাজ্য)
৭ নভেম্বর : রবিবার
১০ ও ১১ নভেম্বর : ছটপুজো (বিহার, ঝাড়খণ্ড)
১২ নভেম্বর : ওয়ানগালা উৎসব (মেঘালয়)
১৩ নভেম্বর : মাসের দ্বিতীয় শনিবার
১৪ নভেম্বর : রবিবার
১৯ নভেম্বর : গুরু নানক জয়ন্তী /কার্তিক পূর্ণিমা (পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্য)
২১ নভেম্বর: রবিবার
২২ নভেম্বর : কনকদাস জয়ন্তী (কর্ণাটক)
২৩ নভেম্বর : সেং কুটস্নেম (মেঘালয়)
২৭ নভেম্বর : মাসের চতুর্থ শনিবার
২৮ নভেম্বর : রবিবার।

রাজ্যে ব্যাঙ্ক বন্ধ ৮ দিন (প্রতীকী ও নিজস্ব ছবি) :

News Desk

Recent Posts

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…

2 hours ago

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago