Politics

তারকনাথেই ভরসা জুন-সুজয়ের! বেঙ্গল পোস্টের অনুমান মিলিয়ে মেদিনীপুর গ্রামীণের উপপ্রধান পদে নির্বাচিত এলাকার প্রিয় ঝাঁপু

নবীন কুমার ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: বিজেপির থেকে ছিনিয়ে নেওয়া চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের ভবানী দে। বুধবার উপপ্রধান নির্বাচিত হল। ভোটাভুটির নিরিখে জয়ী হন তারকনাথ বেরা। এনিয়ে গত ১৫ সেপ্টেম্বরই বেঙ্গল পোস্ট ডিজিটাল মিডিয়া’তরফে আগাম ইঙ্গিত প্রকাশ করা হয়েছিল! যদিও, স্থানীয় তৃণমূলের একটি গোষ্ঠীর মধ্যে তারকনাথ-কে নিয়ে ক্ষোভ আছে। তবে, জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা ও বিধায়িকা জুন মালিয়া ব্লক সভাপতি গৌতম দত্তকে এরকমই নির্দেশ দিয়ে রেখেছিলেন বলে জানা যায়। ব্লক সভাপতিও তাঁর ‘লেটারপ্যাডে’ জানিয়েছিলেন, অঞ্চল সভাপতিকে। তবে, সেই নির্দেশ অমান্য করে, বাহুবল খাটিয়ে ভোটাভুটির নিরিখে পঞ্চায়েত গঠন করবার চেষ্টা চালিয়েছিলেন এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি, এমনই অভিযোগ উঠে আসছে তাঁর বিরুদ্ধে!

নেতৃত্বের উচ্ছ্বাস :

প্রসঙ্গত, চাঁদড়ার ১০ পঞ্চায়েত সদস্যদের মধ্যে ৭ টি ভোট পান উপপ্রধান তারকনাথ বেরা। ৩ টি ভোট পান প্রতিদ্বন্দী সুদীপ নায়েক (বিজেপি থেকে আগত পঞ্চায়েত সদস্য)। জয়যুক্ত হওয়ার পরে অঞ্চল অফিসের সামনে বিপুল জনসমর্থন এগিয়ে এলো তারকনাথ ওরফে ঝাঁপু’র পক্ষে। তারকনাথ বলেন, “এই জনসমর্থন আমি পাব, তা জানতাম! আমি বরাবরই গণতন্ত্রে বিশ্বাসী। ভোটাভুটি নির্বাচনটাকে’ই মেনে নিয়ে আমার এই জয়। পলিটিক্যাল গতভাবে এই এলাকা ক্যান্সারে আক্রান্ত হয়েছিল দীর্ঘ তিন বছর। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই সেই ক্যান্সার সারিয়ে ফেলব। আমি আগে প্রধান থাকাকালীন উন্নয়নগত কিছু কাজ বকেয়া থেকে গেছে। লক্ষ্য, সবার আগে সেগুলো পূর্ণতা দেওয়া এবং সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী গড়ে তোলা।” তৃণমূলের ব্লক সভাপতি গৌতম দত্ত বলেন, “মেদিনীপুর জেলা সাংগঠনিক সভাপতি সুজয় হাজরা ও বিধায়িকা জুন মালিয়ার স্পষ্ট নির্দেশ ছিল তারকনাথ বেরাকে’ই উপ প্রধান হিসেবে মনোনীত করবার। তা আমি আমার ‘লেটার প্যাডে’ লিখিত জানিয়েছিলাম অঞ্চল সভাপতি মানস দে’কে। এমনকি তাতে স্পষ্ট লেখাও ছিল, বিজেপি থেকে আগত পঞ্চায়েত সদস্যদের সম্মানের সহিত শৃংখলাবদ্ধ হিসেবে গড়ে তুলতে হবে। তাদের মধ্য থেকে উপপ্রধান নির্বাচিত হবে না। শাসকদলের দলীয় প্রতীক থেকে যারা ‘জয়-যুক্ত’ হয়েছেন তাদের থেকেই উপ প্রধান হিসেবে মনোনীত করা হবে। তারকনাথের নাম উল্লেখ করে দলীয় সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু, এখানে এসে দেখি তার উল্টো পথে হেঁটে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সিদ্ধান্ত’কে অমান্য করাতে আমি খুবই মর্মাহত! জেলা নেতৃত্বকে তা জানিয়েছি।”

কর্মীদের কাঁধে চেপে তারকনাথ বেরা :

News Desk

Recent Posts

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…

6 hours ago

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

6 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago