দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৪ জুন: সম্প্রতি অতিভারী বৃষ্টিতে কংসাবতী নদীর জল বেড়ে যাওয়ার ফলে, জলের তোড়ে ভেঙে যায় মেদিনীপুর শহর লাগোয়া আমতলা ঘাটের অস্থায়ী বাঁশের সাঁকোটি। গত সপ্তাহে ১৬ ই জুন (বুধবার), মেদিনীপুরের আমতলা ঘাটে তৈরি করা নদী পারাপারের অস্থায়ী এই বাঁশের সেতুটি ভেঙে যায়। যার ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে নদী পারাপারকারি সাধারণ মানুষকে। নদীতে জল বাড়ার পরেও জীবনের ঝুঁকি নিয়ে বর্তমানে নদী পারাপার করতে হচ্ছে নৌকাতেই। প্রতিদিন এভাবেই কয়েক হাজার মানুষ নদী পেরিয়ে যাতায়াত করে থাকে। স্থানীয় মানুষদের দাবি নদীর ওপর একটি কংক্রিটের সেতু হলে নদীর ওপারে থাকা বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে না।
প্রসঙ্গত, এলাকাবাসী দীর্ঘদিন ধরেই এখানে স্থায়ী সেতুর দাবি করে আসছেন। কিন্তু, বছরের পর বছর এভাবেই অস্থায়ী সেতু দিয়েই তাদের পারাপার করতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, প্রতিবছরই বর্ষাকালে তাদের এভাবে চরম দুর্ভোগে পড়তে হয়। একটি মাত্র নৌকাতেই কয়েক ঘন্টার ব্যবধানে যাতায়াত করতে হয় তাদের। প্রতিবারই ভোটের আগে মিলেছে প্রতিশ্রুতি, তবে স্থায়ী সেতু আজও মেলেনি!