Communication

National Highway: ৬০ নং জাতীয় সড়কের উপর কংসাবতী ও শিলাবতী নদীর উপর নতুন দু’টি ব্রিজের কাজ শুরু হবে চলতি বছরেই

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর থেকে ধর্মা-কেরানীচটি-ভাদুতলা-শালবনী-গড়বেতা গামী ৬০ নং জাতীয় সড়ক (অধুনা ১৪ নং জাতীয় সড়ক) উপর নতুন দু’টি ব্রিজ বা সেতুর কাজ শুরু হয়ে যাবে চলতি বছরেই। আগামী মাস থেকেই শুরু হতে পারে সমীক্ষা ও পুনর্বাসন দেওয়ার কাজ। প্রসঙ্গত, ২০২১ সাল থেকেই জানা গিয়েছিল, এই দু’টি ব্রিজ হবে যথাক্রমে কংসাবতী নদীর উপর মেদিনীপুর-খড়্গপুরের সংযোগস্থলে মোহনপুর এলাকায় এবং দ্বিতীয়টি শিলাবতী নদীর ওপর গড়বেতার ধাদিকা এলাকায়। উল্লেখ্য যে, কংসাবতী নদীর উপর জরাজীর্ণ বীরেন্দ্র সেতু এবং ধাদিকা ব্রিজের বিকল্প সেতু হিসেবে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে এই দু’টি ব্রিজ নির্মিত হবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে। তবে, সহযোগিতা করা হবে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে। সোমবার মেদিনীপুর শহরের জেলা পরিষদে অবস্থিত একটি সভাগৃহে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ, পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন এবং ওই দু’টি এলাকার (খড়্গপুর গ্রামীণ বিধানসভা ও গড়বেতা বিধানসভা এলাকার) স্থানীয় প্রশাসনের মধ্যে। ছিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে শীর্ষস্থানীয় আধিকারিক (এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার) প্রলয় চক্রবর্তী, অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) সুমন সৌরভ মোহান্তি, খড়্গপুর গ্রামীণের বিধায়ক তথা MKDA চেয়ারম্যান দীনেন রায়, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ।

বীরেন্দ্র সেতুর বিকল্প সেতুর কাজ শীঘ্রই:

বৈঠক শেষে MKDA চেয়ারম্যান দীনেন রায় জানান, “১৯৭২ সালে নির্মিত বীরেন্দ্র সেতু’র বিকল্প নতুন সেতুটি নির্মাণ করতে প্রায় ২৪৫ কোটি টাকা খরচ হবে। প্রায় ২৭ মিটার চওড়া এবং দেড় কিলোমিটার দীর্ঘ হবে এই ব্রিজ। ইতিমধ্যে জায়গা চিহ্নিত হয়েছে। সমীক্ষা ও পুনর্বাসনের বিষয়ে আজকে আলোচনা হয়েছে। কোন অসুবিধা হবে না। জেলা প্রশাসনের তরফে জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেলা প্রশাসনের তরফে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করার পর অবশেষে এই কাজ শুরু হতে চলেছে বলে জেলাবাসী খুশি।” এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, নতুন এই দু’টি ব্রিজই হবে ফোর লেনের। সোমবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন জেলার পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফেও জানানো হয়েছে, যেহেতু খড়্গপুরের চৌরঙ্গী থেকে শালবনী-গড়বেতা-মোড়গ্রাম (মুর্শিদাবাদ) গামী এই পুরো ৬০ নং জাতীয় সড়কটিই (NH60/NH14) ফোর লেনের করা হবে, তাই ব্রিজ ফোর লেনের থেকেও সামান্য চওড়া করা হবে। দু’পাশেই থাকবে ফুটপাত। তবে, ব্রিজের কাজ চলতি বছরে শুরু হলেও, রাস্তার কাজ আগামী বছর শুরু হতে পারে বলে জানিয়েছেন আধিকারিকরা। অন্যদিকে, বীরেন্দ্র সেতু সংস্কারের যে কাজ প্রায় বছরখানেক আগে শুরু হয়েছিল, আগামী ২-৩ মাসের মধ্যে তা হয়ে যাবে বলে আশাবাদী ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা।

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago