দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১২ সেপ্টেম্বর: দেশের করোনা পরিসংখ্যানে এবার বড়সড় চমক! গত একদিনে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা একলাফে নেমে এলো তিরিশ হাজারের নীচে। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫৯১ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৩৩ হাজার ৩৭৬। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৩৩৮ জন। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৮৪৮ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮৪ হাজার ৯২১। ICMR-এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গতকাল ১৫ লক্ষ ৩০ হাজার ১২৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে দেশে। এদিকে, ইতিমধ্যেই দেশে ৭৩ কোটি ৮২ লক্ষ ৮ হাজার ৩৭৮ জন টিকা পেয়েছেন। যার মধ্যে শুধুমাত্র গতকালই টিকা পেয়েছেন ৭২ লক্ষ ৮৬ হাজার ৮৮৩ জন।

THEBENGALPOST.IN
দেশের করোনা চিত্র :

অপরদিকে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ২২ জন (গতকাল ছিল ২৬)। সংক্রমণের এই ওঠানামার কারণে এখনই তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ২২ জনের মধ্যে মেদিনীপুর শহরে করোনা সংক্রমিত হয়েছেন ৮ জন।‌ এর মধ্যে মহতাবপুরে একই পরিবারের ৩ জন। অন্যদিকে, খড়্গপুরের রেল সূত্রে ৩ জন, ঘাটাল মহকুমায় ৩ জন করোনা সংক্রমিত হয়েছেন। শালবনী ব্লকে মোট ৩ জন করোনা সংক্রমিত হয়েছেন, এর মধ্যে কেন্দ্রীয় বাহিনী (CISF)’র ২ জন। অন্যদিকে, ডেবরা, বেলদা ও গড়বেতায় ১ জন করে সংক্রমিত হয়েছেন। দু’জন আছেন পূর্ব মেদিনীপুরের ঠিকানায়, তাঁদের টেস্ট হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সবমিলিয়ে করোনা সংক্রমণ এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন জেলার স্বাস্থ্যকর্তারা।