Corona Update

স্বস্তি! “কোভিশিল্ড নিলে ভয় নেই ডেল্টা সংক্রমণের”, জানালো ICMR, দেশে ৪০ হাজারের নীচে দৈনিক সংক্রমণ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৫ জুলাই: স্বস্তির খবর শোনালো আইসিএমআর (ICMR- Indian Council of Medical Research)। সম্প্রতি জানানো হয়েছে, “কোভিশিল্ডের (Covishield) দুটি ডোজ নিলে করোনার নতুন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সংক্রমণ থেকে রেহাই পাওয়া যাবে।” এক্ষেত্রে, আইসিএমআর যে সমীক্ষা করেছিলো তাতে দেখা গেছে কোভিশিল্ডের দুটি ডোজ নেওয়া প্রায় ৮৪ (৮৩.৯) শতাংশ মানুষের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধক অ্যান্টিবডি তৈরি হয়েছে। ১৬ শতাংশের শরীরে তৈরি হয়নি। এক্ষেত্রে অবশ্য বিশেষজ্ঞদের অভিমত, ৬৫ উর্ধ্বদের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার হার কম। তাই, ১৬ শতাংশের ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি না হওয়াটা স্বাভাবিক! এদিকে, আইসিএমআর এর বিজ্ঞানীরা এও জানিয়েছেন, “কোভিডের তৃতীয় ঢেউ আসবে কিনা নিশ্চিত বলা যাচ্ছেনা। তিনটে সম্ভাবনা আছে। প্রথম- আগস্ট মাসেই দেশ থেকে করোনা বিদায় নেবে। দ্বিতীয়- তৃতীয় ঢেউ আসতে পারে, কিন্তু তা বড়সড়ো প্রভাব বিস্তার করতে পারবেনা, যদি আগস্টের মধ্যে দেশের অধিকাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়। তৃতীয়- তৃতীয় ঢেউ আসবে এবং তা আগের থেকে অনেক বেশি সংক্রামক হবে।”

দেশের করোনা চিত্র :

এদিকে, গত চব্বিশ ঘণ্টায় দেশের কোভিড গ্রাফে বড়সড় পতন! দৈনিক সংক্রমণের পাশাপাশি স্বস্তি বাড়িয়ে অনেকটাই কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৯ হাজার ৭৯৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৪৩ হাজার ৭১ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লক্ষ ৮৫ হাজার ২২৯। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৭২৩ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৯৫৫। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৩৫২ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৮২ হাজার ৭১ জন। এখনও পর্যন্ত দেশে ৩৫ কোটি ২৮ লক্ষ ৯২ হাজার ৪৬ জন টিকা পেয়েছেন।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

5 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

6 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

6 days ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

1 week ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

2 weeks ago