দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ৩২৮ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের। মঙ্গলবার জেলায় সংক্রমিত হয়েছিলেন ৩৫৭ জন। সবমিলিয়ে গত ৪৮ ঘন্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিতের সংখ্যা ৬৮৫! এথ মধ্যে গত দু’দিনে শুধুমাত্র মেদিনীপুর শহর ও শহরতলীতে করোনা সংক্রমিত যথাক্রমে ১৪০ ও ১৩৬। রেল (২৫ ও ৩৮), আইআইটি (৬ ও ৪) সহ খড়্গপুরে করোনা আক্রান্তের সংখ্যা যথাক্রমে- ৫০ ও ৯৭ জন। এছাড়াও, গত দু’দিনে ঘাটাল মহকুমায় প্রায় ১০০ জন করোনা সংক্রমিত হয়েছেন। অন্যদিকে, ডেবরা, সবং, বেলদা, দাঁতনে দু’দিনে গড়ে ৩০ জন করে করোনা সংক্রমিত হয়েছেন। শালবনী, কেশিয়াড়ি, গড়বেতা, কেশপুর ও পিংলা-তে গড়ে ১৫-২০ জন করে সংক্রমিত হয়েছেন। গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নানা কো-মোর্বিডিটি ছিল!

thebengalpost.net
রাজ্যের করোনা বুলেটিন :

অপরদিকে, ডেবরা, বেলদা ও সবংয়েও সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ১ টি করে মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। আজ, বুধবার থেকে আগামী ১৮ তারিখ অবধি এই ক্ষুদ্র এলাকাগুলি গণ্ডিবদ্ধ থাকবে। বেলদা’র রবীন্দ্রনগরে সূর্যকান্ত সাউয়ের বাড়ি, সবংয়ে পিনাকী রঞ্জন মিশ্রের বাড়ি, ডেবরার বড়গড়ের একটি বাড়ি (ড. অভ্যুদয় চক্রবর্তীর বাড়ি) মাইক্রো কনটেনমেন্ট করা হয়েছে। এদিকে, গত চব্বিশ ঘণ্টায় জেলায় পজিটিভিটি রেট ১২.৪৯ শতাংশ। অপরদিকে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ২২ হাজার ১৫৫ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের। সুস্থ হয়েছেন ৮১১৭ জন। গত চব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭২ হাজার।

thebengalpost.net
মাইক্রো কনটেনমেন্টট: