thebengalpost.net
পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবন :

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৮ অক্টোবর: শনিবারের রেকর্ডও ভেঙে গেল সোমবার! প্রবল দুর্যোগ উপেক্ষা করেও পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে করোনা ভ্যাকসিন নিয়েছেন ১ লক্ষ ৫ হাজার ৮৭ জন। যা এখনও পর্যন্ত সারা রাজ্যের মধ্যে রেকর্ড! এমনকি, শনিবারের নিজের রেকর্ডও ভেঙে দিল পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর। প্রসঙ্গত, শনিবার জেলায় ভ্যাকসিন নিয়েছিলেন ১ লক্ষ ১৮১ জন। সোমবার সন্ধ্যায় এই খবর দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা। অন্যদিকে, এদিন (সোমবার) সকালে আসা করোনা রিপোর্ট অনুযায়ী, জেলায় ফের বাড়ল করোনা সংক্রমণের হার! গত চব্বিশ ঘন্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ১৯ জনের (৩ জন যদিও পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা)। তবে, রবিবার থাকায় টেস্ট কম হয়েছিল (৫০০’র কাছাকাছি), তা সত্ত্বেও ১৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। পজিটিভিটি রেট প্রায় ৪ শতাংশের কাছাকাছি! এর মধ্যে, জেলা শহর মেদিনীপুরে সংক্রমণের হার উদ্বেগজনক। এদিন, শুধু মেদিনীপুর শহর ও শহরতলী এলাকায় করোনা সংক্রমিত হয়েছেন ১০ জন। খড়্গপুরে ৪ জন ও দাসপুর, গোয়ালতোড়ে ১ জন করে করোনা আক্রান্ত হয়েছেন।

thebengalpost.net
পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবন :

অন্যদিকে, রাজ্যেও ফের বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি, উল্লেখযোগ্য ভাবে বেড়েছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯০ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৬২৪ । গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১২ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ১৪। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৮৯। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৮১ হাজার ২২০। সংক্রমণের নিরিখে রাজ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা। গত ২৪ ঘন্টায় ১৯৪ জন আক্রান্ত হয়েছেন সেখানে। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৮৩ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪১৬ জন। গত একদিনে মোট ২৩ হাজার ১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

thebengalpost.net
রাজ্যের করোনা বুলেটিন :

এদিকে, বিভিন্ন সরকারি বিধিনিষেধ এবং দেশজুড়ে চলা টিকাকরণের সুফল ক্রমশ সুস্পষ্ট হচ্ছে বর্তমান করোনা পরিসংখ্যানে। উৎসবের আমেজ বজায় থাকলেও করোনার নিম্নমুখী সংক্রমণের গ্রাফ ক্রমশ আশার আলো দেখাচ্ছে। গত একদিনেও দেশে কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৯৬ জন। যা পরিসংখ্যান অনুযায়ী গত ২৩০ দিনের মধ্যে সর্বনিম্ন! পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ১৬৬ জন। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৫৮২ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৯ হাজার ৬৯৪। রবিবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ৬ হাজার কম। ইতিমধ্যেই দেশের ৯৭ কোটি ৭৯ লক্ষ ৪৭ হাজার ৭৮৩ জন টিকা পেয়েছেন।