Corona Vaccicine

অনুমতি-বিহীন মেদিনীপুর-খড়্গপুরের ভ্যাকসিনেশন ক্যাম্প বন্ধ করলো জেলা স্বাস্থ্য দপ্তর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুন: স্বাস্থ্য দপ্তরের অনুমতি না নিয়েই রীতিমতো বিজ্ঞাপন দিয়ে কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্প বা করোনা টিকাকরণ শিবির আয়োজন করার উদ্যোগ নিয়েছিল যথাক্রমে খড়্গপুর ও মেদিনীপুরের দুটি স্বেচ্ছাসেবী সংস্থা। ১৮ উর্ধ্বদের কাছ থেকে এজন্য নির্দিষ্ট টাকাও বরাদ্দ করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় প্রচার করে, অগ্রিম টাকা দিয়ে নাম লেখানোর বার্তা দেওয়া হয়েছিল। সূত্রের খবর, কিছুজন ইতিমধ্যে নাম লিখিয়েও দিয়েছিলেন। পরে, জেলা স্বাস্থ্য দপ্তরে এই বিষয়ে খবর যায়। দেখা যায় যে, জেলা স্বাস্থ্য দপ্তরের অনুমতি না নিয়েই এই শিবির করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর। খড়্গপুরের মহাকুমাশাসক ও অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিকের তরফে ওই সংস্থাকে শিবির বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে মেদিনীপুর শহরেও যে শিবির করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তাও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এরপরই, ফের শনিবার রাতে ওই সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেওয়া হয়- “আমরা যে টিকাকরণ শিবির আয়োজন করার কথা জানিয়েছিলাম। বিশেষ কারণে তা করতে পারছিনা। আমরা আসলে একটা প্রাথমিক সার্ভে করতে চাইছিলাম কতজন ভ্যাকসিনেশনে উৎসাহী। যাইহোক, আপনারা দ্রুত সরকারি উদ্যোগে করোনা টিকা নিন।”

অনুমতি বিহীন ভ্যাকসিনেশন ক্যাম্প বন্ধ করলো জেলা স্বাস্থ্য দপ্তর :

প্রসঙ্গত, দেবাঞ্জন কাণ্ডের পরই রাজ্যজুড়ে ভুয়ো বা অনুমতি-হীন ভ্যাকসিনেশন ক্যাম্পের বিষয়ে তৎপরতা দেখানো হচ্ছে। ইতিমধ্যে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের নিজস্ব অ্যাপ কিংবা কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন না করলে কোনো সংস্থা’কেই ভ্যাকসিন দেওয়া হবেনা। এই বিষয়ে জেলা স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের অনুমতিও প্রয়োজন। এরপরই, পশ্চিম মেদিনীপুরের অনুমতি-বিহীন করোনা টিকাকরন শিবির বন্ধ করার উদ্যোগ নেয় জেলা স্বাস্থ্য দপ্তর। ওই সংস্থাগুলো’কে শোকজ করা হয়েছে বলেও জানা গেছে স্বাস্থ্য দপ্তর সূত্রে। এই বিষয়ে রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “এই ধরনের টিকাকরণ শিবির করার জন্য স্বাস্থ্য দপ্তরের অনুমতি প্রয়োজন। অনুমতি ছাড়াই, যারা টিকাকরণ শিবির আয়োজনের চেষ্টা করছিলেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।” অপরদিকে, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল জানিয়েছেন, “জেলায় একমাত্র স্পন্দন বেসরকারি হাসপাতালের তরফে অনুমতি নিয়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। পর্যাপ্ত ভ্যাকসিনের অভাবে এখন তা বন্ধ আছে। এছাড়া, সেন্ট জোসেফ হাসপাতালের পক্ষ থেকে আবেদন করেছে, কিন্তু এখনও অনুমতি পায়নি। বাকি, যারা আয়োজনের চেষ্টা করছিলেন, তাদের কোনও অনুমতি ছিল না। তাই, শোকজ করা হয়েছে ওই সংস্থাগুলিকে।”

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

18 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago