দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ সেপ্টেম্বর: রাজ্য ও জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশ ক্রমে পশ্চিম মেদিনীপুর জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শুরু হল কোভিড ভ্যাকসিনেশন কর্মসূচি। মঙ্গলবার এই কর্মসূচি শুরু হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা জানিয়েছেন, “পশ্চিম মেদিনীপুর জেলার ২৭ টি কলেজ এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মিলিয়ে প্রায় ৫৬ হাজার ছাত্র-ছাত্রী’কে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে।” তিনি এও জানিয়েছেন, পুজোর পরেই কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে যেতে পারে, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী ৫ অক্টোবর পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলায় এই কর্মসূচি চলবে বলে তিনি জানিয়েছেন।

thebengalpost.net
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের টিকাকরণ কর্মসূচির উদ্বোধন :

উল্লেখ্য যে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার কোভিড টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য ড. শিবাজী প্রতিম বসু। অন্যদিকে, মেদিনীপুর কলেজ (স্বশাসিত) সহ জেলার অন্যান্য কয়েকটি কলেজেও আজ ছাত্র-ছাত্রীদের কোভিড ভ্যাকসিন দেওয়া হয়। আধার কার্ড এবং কলেজের আই-কার্ড (পরিচয়পত্র) দেখালেই ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। মেদিনীপুর কলেজে আজ শতাধিক ছাত্র-ছাত্রী ভ্যাকসিন নেন। প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্য কর্মীদের উপস্থিতিতেই এই ভ্যাক্সিনেশন কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

thebengalpost.net
টিকাকরণ শুরু হয়েছে মেদিনীপুর কলেজেও :