দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: গ্রাম বাংলার কৃষক ও খেটেখাওয়া সাধারণ মানুষের কষ্টের মূলধন গচ্ছিত থাকে সমবায় সমিতি-তে। সেই কষ্টের মূলধন নয়ছয় করার অভিযোগ উঠলো পশ্চিম মেদিনীপুরের এক সমবায় সমিতির তৎকালীন ম্যানেজারের বিরুদ্ধে। তাও আবার ১-২ হাজার টাকা নয়, এক্কেবারে ২৯ লক্ষ টাকা! অভিযুক্ত ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়ের করাও হয়েছে। বর্তমানে, তিনি আর ম্যানেজারের দায়িত্বেও নেই! বুধবার ওই প্রাক্তন ম্যানেজার-কে বাগে পেয়ে গ্রামবাসীরা মারমুখী হয়ে ওঠে। পরে তাকে তালাবন্দী করে রেখে, পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-১ নম্বর ব্লকের মৌল পরমানন্দপুর কৃষি সমবায় সমিতির। অভিযুক্ত প্রাক্তন ম্যানেজার মধুসূদন নায়ক-কে আটক করে নিয়ে যায় চন্দ্রকোনা থানার পুলিশ।

thebengalpost.in
অভিযুক্ত-কে উদ্ধার করল পুলিশ :

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মধুসূদন নায়ক চন্দ্রকোনার মৌলা-পরমানন্দপুর কৃষি সমবায় সমিতির ম্যানেজার থাকাকালীন প্রায় ২৯ লক্ষ টাকার গরমিল হয়। মধুসূদনের অবসর গ্রহণের পর, বর্তমান পরিচালন কমিটির নজরে পড়ে বিশাল অঙ্কের টাকার এই গরমিল! কৃষক ও খেটেখাওয়া সাধারণ মানুষের কষ্টের টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠে মধুসূদন নায়েকের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে গত প্রায় দু’বছর ধরে ওই সমবায় সমিতিতে লেনদেন বন্ধ! টাকা লেনদেন করতে না পেরে সমস্যায় পড়েছেন শত শত গ্রাহক। সমবায় সমিতির পরিচালন কমিটির সম্পাদক সুদর্শন প্রতিহার বলেন, “সমবায় সমিতির অধীনে থাকা রেশন দোকান ছাড়া গ্রাহকদের টাকা পয়সা লেনদেন বন্ধ। বিষয়টি ব্লক, জেলা আধিকারিকদের জানানো হয়েছে। এনিয়ে একাধিকবার বৈঠক হয়েছে। অডিটে প্রায় ২৯ লয়াখ টাকা গরমিল উঠে এসেছে। প্রাক্তন ম্যানেজার টাকা ভেঙে দেওয়ার কথা স্বীকার করেছেন। বারবার টাকা ফেরত দেওয়ার কথা বলেও দেননি। কিছু টাকা ফেরত দিয়েছেন বলে শুনেছি। আদালতে মামলা করা হয়েছে উনার বিরুদ্ধে। তারপরও ভ্রুক্ষেপহীন! বুধবার অভিযুক্ত প্রাক্তন ম্যানেজার একটি কাজে সমিতিতে এলে ক্ষুব্ধ গ্রামবাসী ঘিরে ধরে। মারধোরের হাত থেকে বাঁচাতে তালা দিয়ে আটকে পুলিশকে খবর দিলে, পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়।” ঘটনা প্রসঙ্গে ব্লক সমবায় আধিকারিক অর্পিতা ঘোষ বলেন, “সারাদিন ‘দুয়ারে সরকার’ শিবির নিয়ে ব্যস্ত ছিলাম। ঘটনার কথা শুনেছি। তবে উনি (প্রাক্তন ম্যানেজার) গরমিলের মধ্যে ১৬ লক্ষ টাকা ফেরত করেছেন। বাকি টাকা জমি বিক্রি করে এক সপ্তাহের মধ্যে দেওয়ার কথা আছে।”