Criminal Activities

Midnapore: জেলে আলাপ, পিড়াকাটার বিকাশ আর কুচবিহারের তাপস-ই ছিনতাই কাণ্ডের ‘মাস্টার মাইন্ড’! পাকড়াও করল পুলিশ, উদ্ধার আগ্নেয়াস্ত্র

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: একেই বলে চোরে চোরে (পড়ুন, অপরাধীতে অপরাধীতে) মাসতুতো ভাই! জঙ্গলমহল পিড়াকাটার (পশ্চিম মেদিনীপুর) বিকাশ আর উত্তরবঙ্গের (কুচবিহার) তাপসের মধ্যে আলাপ মাথাভাঙ্গা (কুচবিহার)’র জেলে। মহিলা ঘটিত ‘অপরাধ’ (বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ)- এর কারণে দু’জনই জেল খাটছিল বলে সূত্রের খবর। সেখান থেকেই ছিনতাইয়ের পরিকল্পনা! ‘শান্ত’ জঙ্গলমহলকেই বেছে নিয়েছিল দু’জনে। সেই মতো আগস্টের শেষ সপ্তাহ থেকে বিকাশের নিজের এলাকা অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের পিড়াকাটা সংলগ্ন এলাকায় শুরু করেছিল চুরি-ছিনতাই! বিকাশের বাড়ি পিড়াকাটার অদূরে কলসীভাঙা সংলগ মেটাল এলাকায়। আর, পিড়াকাটার কাছাকাছি জয়পুর (মাছবিন্দা) সংলগ্ন এলাকায় শুরু হয় ছিনতাইয়ের ঘটনা। আগস্টের শেষ সপ্তাহে একদিন এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দু’দিন! তারপর-ই নড়েচড়ে বসে পুলিশ।

ডিএসপি অপারেশন দুর্লভ সরকারের নেতৃত্বে তদন্ত শুরু করে পিড়াকাটা পুলিশ পোস্ট তথা শালবনী থানা। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় জেলা পুলিশের এসওজি টিম। মোবাইল ট্র্যাক করে একে একে গ্রেফতার করা হয়, বিকাশ মাহাত, মহেশ্বর মাহাত, ইন্দ্রজিৎ ঘোষ এবং মূল অভিযুক্ত কুচবিহারের তাপস বর্মনকে। আজ অর্থাৎ মঙ্গলবার ছিনতাই কাণ্ডের মূল অভিযুক্ত তাপস বর্মনকে কোচবিহার থেকে গ্রেফতার করে মেদিনীপুর আদালতে পেশ করে পিড়াকাটা পুলিশ পোস্ট। এর আগে, শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকাশ মাহাত, মহেশ্বর মাহাত, ইন্দ্রজিৎ ঘোষ (বয়স ২৫-৩০ এর মধ্যে)-কে গ্রেফতার করা হয়েছিল যথাক্রমে পিড়াকাটা সংলগ্ন মেটাল এবং গুড়গুড়িপালের গৌড়া থেকে। নিজেদের হেফাজতে নিয়ে, তাদের জিজ্ঞাসাবাদ করেই সোমবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে কুচবিহার থেকে মূল অভিযুক্ত বছর ৩০-এর তাপস বর্মনকে গ্রেফতার করে নিয়ে আসে শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্টের বাহিনী। ধৃতকে মঙ্গলবার মেদিনীপুর আদালতে তোলা হলে, বিচারক ৭ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন বলে জানা গেছে পুলিশ সূত্রে।

উল্লেখ্য যে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে, গত কয়েক বছর ধরে ‘শান্ত’ থাকা জঙ্গলমহলের পিড়াকাটা সংলগ্ন জয়পুর (মাছবিন্দা) এলাকায় পর পর দু’দিন ছিনতাই হয়। দুষ্কৃতীরা টাকা পয়সা, মোবাইল ছিনিয়ে নেয় পথ চলতি সাধারণ মানুষ তথা বাইক চালকদের। তদন্তে নামে শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্ট। জেলা পুলিশের এসওজি টিমের সাহায্যে চুরি যাওয়া মোবাইলের লোকেশন ট্র্যাক করে শালবনী থানার মেটাল ও গুড়গুড়িপাল থানার গৌড়া এলাকা থেকে শনিবার (১৭ সেপ্টেম্বর) গ্রেপ্তার করা হয়, যথাক্রমে – বিকাশ মাহাত, মহেশ্বর মাহাত ও ইন্দ্রজিৎ ঘোষ নামে তিন দুষ্কৃতীকে। তাদের জিজ্ঞাসাবাদ করেই কুচবিহারের শীতলকুচি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত তাপস বর্মনকে। ছিনতাই করে সে নিজের এলাকায় অর্থাৎ কুচবিহারে পালিয়ে গিয়েছিল বলে জানা যায়। বিকাশের সঙ্গে তার মাথাভাঙা জেলে আলাপের সূত্রেই শান্ত জঙ্গলমহলে অস্ত্র নিয়ে গিয়ে ছিনতাই এর পরিকল্পনা করে তাপস। এই চারজনকে জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার মেটাল এলাকায় একটি কুঁয়ো থেকে সেভেন এমএম পিস্তল এবং চার রাউন্ড কার্তুজ-ও উদ্ধার করে শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্ট। ডিএসপি অপারেশন দুর্লভ সরকার জানিয়েছেন, “চারজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করে এই ছিনতাই চক্রের জাল কতদূর প্রসারিত তা দেখা হবে।”

গ্রেফতার তাপস বর্মনকে পেশ করা হচ্ছে আদালতে:

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

12 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago