Culture and Society

বারবণিতাদেরও যুক্ত করেছিলেন স্বাধীনতা সংগ্রামে,উপাধি পেয়েছিলেন “বেশ্যা পাড়ার মাস্টার”! আজ মেদিনীপুরের ‘গুজি বাবু’র জন্মদিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১ জুলাই : বাংলার রূপকার তথা বিশ্ববরেণ্য চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায়ের (১৮৮২-১৯৬২) ‘জন্মদিবস’কে স্মরণ করে ১ লা জুলাই দিনটিকে “জাতীয় চিকিৎসক দিবস” (National Doctors Day) হিসেবে পালন করা হয়। এই দিনটিতে অবিভক্ত মেদিনীপুরের এক বিখ্যাত মানুষ জন্মগ্রহণ করেছিলেন। তিনি আর কেও নন; স্বাধীনতা সংগ্রামী, প্রাক্তন বিধায়ক ও সমাজসেবী বঙ্কিম বিহারী পাল ওরফে গুজি বাবু। যথোচিত মর্যাদায় আজ মেদিনীপুরে ভূমিপুত্র, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, প্রাক্তন বিধায়ক শ্রীবঙ্কিম বিহারী পাল (১৯০৫-১৯৭৯) এর ১১৭তম জন্ম জয়ন্তী পালন ও স্মরণ করা হল। এক্কেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্মরণ কর্মসূচি উদযাপিত হয়। মেদিনীপুর এর ঐতিহ্য রক্ষায় প্রয়াসী “দ্য ভয়েস অব মিডনাপুর” এর সম্পাদক ও সমাজকর্মী শিবদেব মিত্র জানিয়েছেন, “বিংশ শতাব্দীর মেদিনীপুরের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এবং স্বাধীনতা পরবর্তী দেশ গড়ে ওঠার দিনগুলোয়, শ্রী বঙ্কিম বিহারী পাল (১৯০৫-১৯৭৯) ওরফে গুজিবাবু এক অন্যতম নাম। মহাত্মা গান্ধীর আদর্শে জারিত গুজিবাবু, প্রাক স্বাধীনতা পর্বে মেদিনীপুর শহরে হরিজন আন্দোলনের অন্যতম রূপকার ছিলেন। গান গেয়ে দল বানাতেন। এমনকি বারবণিতাদেরও জুড়ে নিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনের মূল স্রোতে। আন্দোলনকে আরও শক্তিশালী করতে, বিবাহ সূত্রে বাঁধা পড়েছিলেন, এক সুন্দরী বারবণিতার সাথে। বহু স্বাধীনতা আন্দোলন আলোচনাকারীর মুখে, তাঁর ‘বেশ্যা পাড়ার মাস্টার ‘ নামটি বহুল আলোচিত হয়েছে। স্বাধীনতা পরবর্তী দেশ গড়ার দিনগুলোয়, মেদিনীপুর পুরসভার নানা গুরুভার সামলেছেন কৃতিত্ব ও ব্যাপক জনপ্রিয়তার সঙ্গে।”

দ্য ভয়েস অফ মিডনাপুর এর শ্রদ্ধা :

প্রসঙ্গত উল্লেখ্য, মেদিনীপুর শহর শহীদ প্রশস্তি সমিতি প্রতিষ্ঠা বঙ্কিমবাবুর অন্যতম কৃতিত্ব। ১৯৭৭ এ জনতা দলের পক্ষ থেকে মেদিনীপুর বিধানসভারৎবিধায়ক নির্বাচিত হন গুজিবাবু এবং ১৯৭৯ সালে কার্যকালের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মেদিনীপুর পৌরসভার সামনে আজও উজ্জ্বল রূপে অবস্থান করছে তাঁর আবক্ষ মূর্তি। বৃহস্পতিবার সেই আবক্ষ মূর্তি’তে মাল্যদান করে “দ্য ভয়েস অব মিডনাপুর” সংগঠনের তরফে শ্রদ্ধা নিবেদন করেন বাসুদেব চক্রবর্তী, বিশ্বনাথ সাহু, শিবদেব মিত্র প্রমুখ।

News Desk

Recent Posts

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

5 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

6 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

6 days ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

1 week ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

2 weeks ago