Culture and Society

বারবণিতাদেরও যুক্ত করেছিলেন স্বাধীনতা সংগ্রামে,উপাধি পেয়েছিলেন “বেশ্যা পাড়ার মাস্টার”! আজ মেদিনীপুরের ‘গুজি বাবু’র জন্মদিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১ জুলাই : বাংলার রূপকার তথা বিশ্ববরেণ্য চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায়ের (১৮৮২-১৯৬২) ‘জন্মদিবস’কে স্মরণ করে ১ লা জুলাই দিনটিকে “জাতীয় চিকিৎসক দিবস” (National Doctors Day) হিসেবে পালন করা হয়। এই দিনটিতে অবিভক্ত মেদিনীপুরের এক বিখ্যাত মানুষ জন্মগ্রহণ করেছিলেন। তিনি আর কেও নন; স্বাধীনতা সংগ্রামী, প্রাক্তন বিধায়ক ও সমাজসেবী বঙ্কিম বিহারী পাল ওরফে গুজি বাবু। যথোচিত মর্যাদায় আজ মেদিনীপুরে ভূমিপুত্র, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, প্রাক্তন বিধায়ক শ্রীবঙ্কিম বিহারী পাল (১৯০৫-১৯৭৯) এর ১১৭তম জন্ম জয়ন্তী পালন ও স্মরণ করা হল। এক্কেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্মরণ কর্মসূচি উদযাপিত হয়। মেদিনীপুর এর ঐতিহ্য রক্ষায় প্রয়াসী “দ্য ভয়েস অব মিডনাপুর” এর সম্পাদক ও সমাজকর্মী শিবদেব মিত্র জানিয়েছেন, “বিংশ শতাব্দীর মেদিনীপুরের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এবং স্বাধীনতা পরবর্তী দেশ গড়ে ওঠার দিনগুলোয়, শ্রী বঙ্কিম বিহারী পাল (১৯০৫-১৯৭৯) ওরফে গুজিবাবু এক অন্যতম নাম। মহাত্মা গান্ধীর আদর্শে জারিত গুজিবাবু, প্রাক স্বাধীনতা পর্বে মেদিনীপুর শহরে হরিজন আন্দোলনের অন্যতম রূপকার ছিলেন। গান গেয়ে দল বানাতেন। এমনকি বারবণিতাদেরও জুড়ে নিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনের মূল স্রোতে। আন্দোলনকে আরও শক্তিশালী করতে, বিবাহ সূত্রে বাঁধা পড়েছিলেন, এক সুন্দরী বারবণিতার সাথে। বহু স্বাধীনতা আন্দোলন আলোচনাকারীর মুখে, তাঁর ‘বেশ্যা পাড়ার মাস্টার ‘ নামটি বহুল আলোচিত হয়েছে। স্বাধীনতা পরবর্তী দেশ গড়ার দিনগুলোয়, মেদিনীপুর পুরসভার নানা গুরুভার সামলেছেন কৃতিত্ব ও ব্যাপক জনপ্রিয়তার সঙ্গে।”

দ্য ভয়েস অফ মিডনাপুর এর শ্রদ্ধা :

প্রসঙ্গত উল্লেখ্য, মেদিনীপুর শহর শহীদ প্রশস্তি সমিতি প্রতিষ্ঠা বঙ্কিমবাবুর অন্যতম কৃতিত্ব। ১৯৭৭ এ জনতা দলের পক্ষ থেকে মেদিনীপুর বিধানসভারৎবিধায়ক নির্বাচিত হন গুজিবাবু এবং ১৯৭৯ সালে কার্যকালের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মেদিনীপুর পৌরসভার সামনে আজও উজ্জ্বল রূপে অবস্থান করছে তাঁর আবক্ষ মূর্তি। বৃহস্পতিবার সেই আবক্ষ মূর্তি’তে মাল্যদান করে “দ্য ভয়েস অব মিডনাপুর” সংগঠনের তরফে শ্রদ্ধা নিবেদন করেন বাসুদেব চক্রবর্তী, বিশ্বনাথ সাহু, শিবদেব মিত্র প্রমুখ।

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago