Health

পশ্চিমের করোনা যুদ্ধে নেতৃত্ব দিয়ে এবার পূর্বের হাল ধরতে চলেছেন ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, চিকিৎসক দিবসে সম্মানিত হলেন আইএমএ ও রেড ক্রসের পক্ষ থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: চিকিৎসক দিবসে (Doctors Day) সম্মানিত হলেন সদ্য প্রাক্তন রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা তথা বর্তমানে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী। গত ২৮ শে মে পর্যন্ত তিনি পশ্চিম মেদিনীপুর জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক (১) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত প্রায় দেড় বছর ধরে জেলার করোনা যুদ্ধে যিনি সদাসর্বদা সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিক উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার সার্বিক স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে নিরলসভাবে নিয়োজিত থেকেছেন, সকলের প্রিয় সেই সৌম্যশঙ্কর সারেঙ্গী’কে চিকিৎসক দিবসের শুভক্ষণে “করোনা যোদ্ধা” হিসেবে সংবর্ধিত করলো আইএমএ’র মেদিনীপুর শাখা। প্রসঙ্গত, গত ২৯ মে থেকে রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা (ADHS) এবং ওএসডি (OSD) হিসেবে পদোন্নতি হলেও, সৌম্যশঙ্কর পশ্চিম মেদিনীপুর জেলাতেই দায়িত্ব পালন করছিলেন, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সহকারী হিসেবে। কিন্তু, গত ২৮ শে জুন রাজ্য স্বাস্থ্য দপ্তরের জারি করা বদলির নির্দেশিকা অনুযায়ী, সৌম্যশঙ্কর’কে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্ব দেওয়া হয়। নির্দেশিকা অনুযায়ী, নন্দীগ্রামের প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত রায়’কে পাঠানো হয় কলকাতার কে.এস. রায় টিবি হাসপাতালের সুপার করে। সেইমতো, ২৯ শে জুন, মঙ্গলবার নন্দীগ্রামের দায়িত্ব বুঝে নেন সৌম্যশঙ্কর। বৃহস্পতিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে কোভিড বিধি মেনে আয়োজিত একটি অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা দেওয়া হলো আইএমএ’র মেদিনীপুর শাখার পক্ষ থেকে। তুলে দেওয়া হলো স্মারক সম্মান। এছাড়াও, কোভিড যুদ্ধে সক্রিয় ভূমিকা পালনকারী ১৫ জন চিকিৎসকের হাতে “কোভিড যোদ্ধা শংসাপত্র” (Covid Warrior Certificate) তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু, আইএমএ’র মেদিনীপুর শাখার প্রেসিডেন্ট ডাঃ তারাপদ ঘোষ, সেক্রেটারি ডাঃ কৃপাসিন্ধু গাঁতাইত, ডাঃ গোলোক বিহারী মাজি সহ আইএমএ’র অ্যাডভাইসারি কমিটি ও সাধারণ কমিটির অন্যান্য সদস্যরা। এদিন, আইএমএ’র পক্ষ থেকে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। প্রায় ৫০ জন রক্তদাতা অংশগ্রহণ করেন এই শিবিরে।

আইএমএ’র অনুষ্ঠানে :

IMA আয়োজিত রক্তদান শিবির :

অপরদিকে, বৃহস্পতিবার বিকেলে “ভারতীয় রেড ক্রস সোসাইটি”র পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে পালিত হলো ‘ডক্টরস ডে’। সংগঠনের পক্ষ থেকে ‘কোভিড যোদ্ধা’ হিসেবে ১৫ জন চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিক’কে সম্মান জানানো হয়। তালিকায় একদিকে যেমন ছিলেন, মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু, পশ্চিম মেদিনীপুরের সদ্য প্রাক্তন স্বাস্থ্যকর্তা তথা নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার বর্তমান মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, আইএমএ’র সম্পাদক তথা মেডিক্যাল কলেজের বিশিষ্ট চিকিৎসক ডাঃ কৃপাসিন্ধু গাঁতাইত, আই এম এ’র সভাপতি তথা মেডিক্যাল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ তারাপদ ঘোষ, মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডাঃ পার্থসারথি সতপথী, মেদিনীপুর শহরের বিশিষ্ট জেনারেল ফিজিশিয়ান ডাঃ প্রতীপ তরফদারের মতো অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিকরা; ঠিক তেমনই ছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের কয়েকজন তরুণ চিকিৎসকও। মোট ১৫ জন চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিকে সংবর্ধনা প্রদান করে ‘রেডক্রস’। তবে, বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেননি জেলার সদ্য প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুদীপ সরকার, রেড ক্রস সোসাইটির সম্পাদক ডাঃ গোলোক বিহারী মাজি, কার্যকরী কমিটির সদস্য তথা জি.পি সুকুমার পড়্যা, কোষাধ্যক্ষ দেবাশীষ দাস, অন্যতম সদস্য তথা সঞ্চালক অসিত বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

সংবর্ধনা ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী’কে :

রেড ক্রসের অনুষ্ঠানে :

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago