thebengalpost.in
সুপারের কাছে ডেপুটেশন :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ আগস্ট: ডিউটি সেরে, ইউনিফর্ম পরিহিত অবস্থায় নিজেদের আবাসনে ফিরে যাওয়ার পথে এক নার্সকে শারীরিক হেনস্থার শিকার হতে হলো হাসপাতাল চত্বরেই! তাও আবার দিনেদুপুরে ঘটলো এই ন্যক্কারজনক ঘটনা। এই ঘটনায় হাসপাতাল সুপার সহ মেডিক্যাল অফিসারের ‘নীরব’ থাকার অভিযোগও উঠলো। শেষ পর্যন্ত ওই নার্স সাহস করে FIR করার পর, অভিযুক্ত-কে সাফাই কর্মী-কে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে সে মুক্তিও পেয়ে যায়! ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড এলাকার ডিগ্রি এম আর বাঙ্গুর টি বি ম্যানোটোরিয়াম হাসপাতালের। গত ১৬ ই আগস্ট ভরদুপুরে ঘটে যাওয়া এই ন্যক্কারজনক ঘটনা এবং গত এক সপ্তাহ ধরে হাসপাতাল কর্তৃপক্ষ নীরব থাকার প্রতিবাদে, গতকাল (সোমবার) সুপার-কে ঘিরে প্রতিবাদ ও বিক্ষোভ দেখান হাসপাতালের নার্সরা। নিরাপত্তার দাবিতে দেওয়া হয় ডেপুটেশনও। ডেপুটেশনের কথা স্বীকার করেছেন হাসপাতাল সুপার বিশ্বনাথ দাস। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার টি.বি.ও (টিউবারকিউলোসিস অফিসার) তথা অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শক্তিপদ মুর্মু জানিয়েছেন, “বিষয়টি খোঁজ নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবো।”

thebengalpost.in
আক্রান্ত নার্স :

 
আক্রান্ত নার্সের বক্তব্য অনুযায়ী, গত ১৬ ই আগস্ট সকাল বেলা ডিউটি সেরে নার্সের পোশাক পরিহিত অবস্থায় নিজের কোয়ার্টারে ফিরছিলেন তিনি। রাস্তার উপর তাঁর স্কুটি আটকে শারিরীক হেনস্তা করা হয় এবং প্রতিবাদ করতে গেলে গলা টিপে ধরা হয়! এরপর, জোর করে মাথায় ও কপালে সিঁদুর দেওয়ার চেষ্টা করা হয়। সিঁদুর পড়ে যায় নার্সের পোশাকে। সেই সময় হাসপাতাল চত্বরের কোয়ার্টার থেকে অন্যান্য স্টাফ ও নার্সরা ছুটে এলে ওই যুবক দখল করে থাকা নিজের কোয়ার্টারে গা ঢাকা দেয় বলে অভিযোগ। হাসপাতাল সুপার’কে জানালেও তিনি বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। এরপর, চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন আক্রান্ত নার্স। এফআইআর (FIR) এর ভিত্তিতে অভিযুক্ত যুবক পাপান মল্লিক-কে গ্রেফতার করা হয়। পরে সে জামিন-ও পেয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে সোমবার সুপার বিশ্বনাথ দাস’কে ঘেরাও করে প্রতিবাদ-বিক্ষোভে সামিল হয় নার্সরা। তাঁদের বক্তব্য, “স্টাফদের কোয়ার্টারের সামনের মাঠে নেশাগ্রস্তরা নেশা করে এবং নানা অঙ্গভঙ্গি করে। এই যুবক ওই দলেই পড়ে। খড়্গপুর থেকে সে এখানে এসেছে। এই সমস্ত বিষয় সুপার জেনেও, কোনো ব্যবস্থা নেননা!” ডিগরি এমআর বাঙুর টিবি স্যানেট্যারিয়াম হাসপাতালের সুপার বিশ্বনাথ দাস বলেন, “নিরাপত্তার দাবি করে নার্সরা ডেপুটেশন দিয়েছেন। বিষয়টি আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।” ঘটনা প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা বলেন, “ওই হাস্পাতালগুলো সরাসরি রাজ্য থেকে দেখা হয়। সব সময়, সব খবর আমাদের কাছে আসেনা। ঠিক কী হয়েছে জানিনা। খোঁজ নিয়ে দেখতে হবে।”
thebengalpost.in
সুপারের কাছে ডেপুটেশন :