দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: শুধু মহাকাশ বিজ্ঞানের প্রতি উৎসাহী করাই নয়, স্কুলের প্রতি ছাত্র-ছাত্রীদের আগ্রহ বাড়াতে এক অনন্য উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের প্রত্যন্ত ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর রহমানিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের! স্কুলের শিক্ষক-শিক্ষিকা, পরিচালন সমিতি এবং এলাকাবাসীদের সহযোগিতায় তৈরি করা হয়েছে অত্যাধুনিক স্মার্ট ক্লাসরুম (Smart Classroom)। আর এর নাম দেওয়া হয়েছে ‘চন্দ্রযান ৩ – স্মার্ট কক্ষ’। শুধু মহাকাশ বিজ্ঞান বা চন্দ্রযান-৩ অভিযান নিয়ে বিশেষ শিক্ষা দানই নয়, বিজ্ঞান ও ভূগোলের ক্লাসগুলিও হচ্ছে এই স্মার্ট কক্ষে; অডিও-ভিজুয়াল মাধ্যমে। তবে, অন্যান্য বিষয়গুলিও পড়ুয়াদের কাছে মনোগ্রাহী করে তুলতে অডিও-ভিজুয়াল মাধ্যমের সহযোগিতা নিচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা।

thebengalpost.net
স্মার্ট ক্লাসরুমে:

thebengalpost.net
পড়াশোনা অডিও-ভিজুয়াল মাধ্যমে:

উল্লেখ্য, শুধু ‘চন্দ্রযান ৩- স্মার্ট কক্ষ’-ই নয়; কৃষ্ণপুর রহমানিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও পরিকাঠামো আকর্ষণীয় রূপে গড়ে তোলা হয়েছে। বিদ্যালয়ের প্রতিটি দেওয়ালে শিক্ষামূলক নানান বিষয় তুলে ধরা হয়েছে পেন্টিং-এর মাধ্যমে। আর ‘চন্দ্রযান ৩- স্মার্ট কক্ষ’ টি যে যেকোনও বেসরকারি মাধ্যম স্কুলের স্মার্ট ক্লাসরুমকেও হার মানাবে তা বলাই বাহুল্য! এই কক্ষটি তৈরি করতে প্রায় ৮৫ হাজার টাকা খরচ হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস কুমার হাটুই। তিনি এও বলেন, “শিক্ষক-শিক্ষিকা, পরিচালন সমিতির সহযোগিতায় এবং সরকারি অনুদানের টাকায় এই স্মার্ট ক্লাসরুম আমরা তৈরী করেছি। প্রজেক্টর সহ অডিও-ভিজুয়াল মাধ্যমে পড়ানো হয়। এই স্মার্টকক্ষের প্রতি ছাত্র-ছাত্রীদের উৎসাহ বলে বোঝাতে পারবো না! নবম-দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের প্রতিদিনই এই রুমে ক্লাস হয়। অন্যান্যদের জন্য নির্দিষ্ট রুটিন করে দেওয়া হয়েছে। এই রুম উদ্বোধনের পর বিদ্যালয়ের প্রতি ছাত্র-ছাত্রীদের আগ্রহ অনেক বেড়ে গেছে।” ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন, “প্রত্যন্ত এলাকার একটি স্কুলের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। স্কুল ছুট পড়ুয়ার সংখ্যা কমাতে এই ধরনের ক্লাসরুমের ভূমিকা অপরিসীম। তাছাড়াও, মহাকাশ বিজ্ঞানের প্রতি পড়ুয়াদের আগ্রহ বৃদ্ধি পাবে এই ধরনের ক্লাসরুমে।”

thebengalpost.net
স্মার্ট ক্লাসরুমে পড়ুয়ারা: