Education

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘টেকনো ইন্ডিয়া’ গ্রুপ প্রদত্ত ‘দ্রোণাচার্য’ পুরস্কারে পুরস্কৃত হলেন মেদিনীপুর শহরে অবস্থিত অবিভক্ত মেদিনীপুর জেলায় নারী শিক্ষা প্রসারের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়। প্রধান শিক্ষকতার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এই ‘দ্রোণাচার্য’ পুরস্কার ‘টেকনো ইন্ডিয়া’র পক্ষ থেকে প্রদান করা হয়ে থাকে। সম্প্রতি, বিশিষ্ট জনেদের উপস্থিতিতে কলকাতার সল্টলেকে অবস্থিত টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির অডিটরিয়ামে আয়োজিত এক মহতী অনুষ্ঠানে স্বাতী বন্দ্যোপাধ্যায়ে হাতে এই পুরস্কার তুলে দেন টেকনো ইন্ডিয়ার ডিরেক্টর তথা উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন ভারপ্রাপ্ত সচিব তাপস মুখোপাধ্যায়। এই অনুষ্ঠানে বিশিষ্টজনেদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, শিক্ষা অধিকর্তা চিণ্ময় সরকার, অভিনেতা আবীর চট্টোপাধ্যায় প্রমুখ। ছিলেন রাজ্যের আরো অন্যান্য বিদ্যলয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকাগণ।

‘দ্রোণাচার্য’ পুরস্কার:

উল্লেখ্য, ২০১০ সালের এপ্রিল মাস থেকে বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পদে আসীন রয়েছেন স্বাতী বন্দ্যোপাধ্যায়। এর আগে ১৯৯৪ সালের নভেম্বর মাস থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি অলিগঞ্জ ঋষি রাজনারায়ন বালিকা বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।তাঁর আমলে তাঁর বিদ্যালয়ের পঠনপাঠন ও ফলাফলে ধারাবাহিক উন্নতি হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। পাশাপাশি পরিকাঠামোরও উন্নতি হয়েছে। বিদ্যালয়ের ছাত্রীরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে ধারাবাহিক ভাবে নজরকাড়া ফল করে চলেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে রাজ্যের প্রথম দশেও স্থান পেয়েছে বিদ্যালয়ের ছাত্রী। বিগত কয়েক বছরে মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকার প্রথম দশের খুব কাছাকাছি ফলফল করেছে কয়েকজন ছাত্রী। মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইআইটি’র প্রবেশিকা সহ বিভিন্ন সর্রভারতীয় প্রবেশিকা পরীক্ষাতেও সফল হচ্ছে বিদ্যালয়ের ছাত্রীরা। সরকারী, বেসরকারী বিভিন্ন প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে চলেছে এই বিদ্যালয়ের ছাত্রীরা। রাজ্যস্তরের কুইজ প্রতিযোগিতাতেও রাজ্যে চ্যাম্পিয়ন হয়েছে এই বিদ্যালয়ের দুই ছাত্রী। এই সমস্ত দিকগুলি বিবেচনা করেই টেকনোর পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানা যায়। প্রধান শিক্ষিকার এই পুরস্কার লাভে বিদ্যালয় জুড়ে খুশির হাওয়া। শ্রীমতী বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন তাঁর গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীরা।

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…

6 hours ago

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

6 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago