thebengalpost.net
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহেই:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলায় প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে চলতি সপ্তাহেই। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহের বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)-ই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা। সমস্ত কিছুই হবে নিয়ম মেনে। রবিবার সন্ধ্যায় জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর DPSC বা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নবনিযুক্ত চেয়ারম্যান অনিমেষ দে। তিনি বলেন, “পশ্চিম মেদিনীপুরে প্রাথমিক বিদ্যালয় আছে প্রায় ৩৯০০ (৩৮৮৭)-টি। অনেক স্কুলেই প্রধান শিক্ষক নেই দীর্ঘদিন ধরে। বাম আমলে (২০০৮ সালে) সর্বশেষ প্রাথমিকে প্রধান শিক্ষকের প্যানেল হয়েছে। শিক্ষকদের দাবি মেনেই এবার তাই প্রধান শিক্ষক নিয়োগ করা হবে।” আনুমানিক প্রায় ২০০০ স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ করা হতে পারে বলে সূত্রের খবর। যদিও চেয়ারম্যান জানিয়েছেন, “দু’একদিনের মধ্যেই শূন্যপদ বিষয়ে আমরা নিশ্চিত হতে পারব।”

thebengalpost.net
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহেই:

thebengalpost.net
বিজ্ঞাপন:

জানা গেছে, বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর অফলাইনেই আবেদন করা যাবে। নূন্যতম ৫ বছরের (শিক্ষকতার) অভিজ্ঞতা এবং ২ বছরের প্রশিক্ষণ (D.El.Ed) থাকলেই আবেদন করা যাবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। রবিবার মেদিনীপুর শহরে সদর পূর্ব চক্রের সম্মেলনে যোগ দিতে এসে মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা এই বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন, “বিভিন্ন জেলাতে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষকদেরও দাবি ছিল স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগ করার। অবশেষে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উদ্যোগে দু’একদিনের মধ্যেই প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে।”

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):