thebengalpost.net
পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল: সবে এপ্রিলের ১০, তাতেই ৩৮ ডিগ্রি’র তাপে পুড়ছে মেদিনীপুর! সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তরের তরফে দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৪৭ ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা ছিল ৩২.০৯ ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফেও তাপপ্রবাহ বা হিট ওয়েভ (Heat Wave) এর সতর্কতা জারি করা হয়েছে। আর তাই, শিশু শিক্ষার্থীদের কথা ভেবে আগামী ১৮ এপ্রিল (২০২৩) থেকে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় মর্নিং সেশনে বা প্রাতঃ বিভাগে (Morning Session) অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বা DPSC’র তরফে। সোমবার সন্ধ্যা নাগাদ বিজ্ঞপ্তি জারি করে এস.আই বা অবর বিদ্যালয় পরিদর্শকদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

thebengalpost.net
পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ:

প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ১ এপ্রিল থেকে সাধারণত মর্নিং সেশনে প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্লাস হত। এবার, সংসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা জেলাশাসক খুরশিদ আলী কাদরী’র পরামর্শে সংসদের সচিব ১৮ এপ্রিল থেকে মর্নিং সেশন বা প্রাতঃবিভাগে বিদ্যালয় পরিচালনা করার বিজ্ঞপ্তি জারি করেছেন। তবে, এবারও ‘মর্নিং সেশন’ অনুষ্ঠিত হবে ৩০ জুন (২০২৩) পর্যন্ত। যা সাধারণত অন্যান্যবারেও হয়। এর মধ্যে আবার সামার ভ্যাকেশন (Summer Vacation) বা গ্রীষ্মকালীন অবকাশও থাকে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার থেকে শুক্রবার সকাল সাড়ে ৬-টা (৬.৩০) থেকে সাড়ে ১১-টা (১১.৩০) এবং শনিবার সকাল সাড়ে ৬-টা (৬.৩০) থেকে সাড়ে ৯-টা (৯.৩০) পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস হবে। এই সময়ের মধ্যেই পড়ুয়াদের মিড-ডে মিলও প্রদান করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

thebengalpost.net
DPSC Notification: