দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৯ এপ্রিল: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে ৩০ এপ্রিলের মধ্যেই প্রাথমিক টেট (Primary TET) পাস চাকরি প্রার্থীদের হাতে সার্টিফিকেট বা শংসাপত্র (TET Certificate) প্রদান করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। পর্ষদের দু’টি অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে আজ (২৯ এপ্রিল) থেকেই। এই দু’টি ওয়েবসাইট হলো যথাক্রমে- www.wbbpe.org এবং www.wbbprimaryeducation.org। ২০১৪ এবং ২০২২ টেট পাস চাকরিপ্রার্থীরা এই সার্টিফিকেট বা শংসাপত্র ডাউনলোড করতে পারবেন। যথাক্রমে, শুক্রবার (২৮ এপ্রিল) ও শনিবার (২৯ এপ্রিল) এই সংক্রান্ত দু’টি বিজ্ঞপ্তি জারি করে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে পর্ষদের তরফে।

thebengalpost.net
বৈধতা আজীবন (চাকরির বয়স পর্যন্ত):

অফিসিয়াল ওয়েবসাইটে ২০১৪ ও ২০২২ টেট পাস চাকরিপ্রার্থীদের জন্য পৃথক দু’টি লিঙ্ক দেওয়া হয়েছে। নথিবদ্ধ (রেজিঃ) ফোন নম্বর এবং ওটিপি (OTP) দিলেই ডাউনলোড করা যাচ্ছে সার্টিফিকেট বা শংসাপত্র। এদিকে, চাকরিপ্রার্থীদের অভিযোগ- ২০১৪ প্রাথমিক টেটের ‘প্রশ্ন ভুল মামলায়’ কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ চলতি মাসেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন ওই ৬-টি ভুল প্রশ্নের (বা, ভুল উত্তরের) জন্য সকল পরীক্ষার্থীদেরই (২০১৪ প্রাথমিক টেটের) ৬ নম্বর প্রদান করার জন্য; কিন্তু পর্ষদ সেই নির্দেশ মানেনি! নিজেদের টেট পাস সার্টিফিকেট হাতে পেয়ে ২০১৪’র টেট পাস চাকরিপ্রার্থীরা দেখতে পাচ্ছেন যে, তাঁদের পুরানো নম্বরই (যা আদালতের নির্দেশে আগেই ওয়েবসাইটে দিতে হয়েছিল পর্ষদকে) সার্টিফিকেটে লিপিবদ্ধ করা হয়েছে। ৬ নম্বর (সর্বাধিক ৬ নম্বর) বাড়ানো হয়নি! এ নিয়ে অনেকেই আদালত অবমাননার অভিযোগ তুলেছেন পর্ষদের বিরুদ্ধে। যদিও, এই বিষয়ে এখনো পর্ষদের বক্তব্য পাওয়া যায়নি। তবে, নিয়ম মেনে টেট পাস সার্টিফিকেটের বৈধতা ‘আজীবন’ বলেই উল্লেখ করা হয়েছে পর্ষদের দেওয়া টেট সার্টিফিকেটে। উল্লেখ্য যে, টেট সার্টিফিকেট থাকলেই চাকরি নিশ্চিত নয়, তবে একজন প্রার্থীর চাকরির বয়স (অসংরক্ষিত হলে ৪০) যতদিন থাকবে, ততদিন প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় তিনি অংশ নিতে পারবেন। এখানেই নানা প্রশ্ন তুলছেন টেট পাস লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী!