দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুলাই: প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। অতিমারী পরিস্থিতিতে পরীক্ষা না হলেও, মূল্যায়নের মাপকাঠিতে ফলাফল প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার, উচ্চ মাধ্যমিকে পাশের হার অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে! ৯৭.৬৯ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে এবার। তবে, গতবারের চেয়ে সামান্য কমেছে প্রথম বিভাগে উত্তীর্ণের হার। তাৎপর্যপূর্ণ ভাবে, এবার সংসদের প্রকাশিত মেধাতালিকায় প্রথম স্থানাধিকারী হল, মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদের কান্দি রাজা এম.সি গার্লস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রুমানা সুলতানা এবার প্রথম হয়েছে উচ্চ মাধ্যমিকে। ৫০০’র মধ্যে (সেরা পাঁচ/বেস্ট অফ ফাইভ) তার প্রাপ্ত নম্বর ৪৯৯। অন্যদিকে, মেধা তালিকায় এবার পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ২ জন স্থান পেয়েছে। নবম হয়েছে মেদিনীপুর শহরের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ের সুপর্ণা সাহু। তার প্রাপ্ত নম্বর ৪৯১। উল্লেখ্য যে, মাধ্যমিকেও (২০১৯) মেধা তালিকায় “ষষ্ঠ” স্থান অধিকার করে মেদিনীপুর তথা জেলা’কে গর্বিত করেছিল শহরের রাঙামাটির বাসিন্দা সুপর্ণা। মাধ্যমিকে সুপর্ণা পেয়েছিল ৬৮৫ (৭০০’র মধ্যে) নম্বর। বলাই বাহুল্য, সেবার কিন্তু পরীক্ষা হয়েছিল!

thebengalpost.in
অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয় :

thebengalpost.in
সুপর্ণা সাহু (ফাইল ছবি, নিজস্ব, মাধ্যমিকে ষষ্ঠ হওয়ার পর, ২০১৯) :

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত চন্দ্রকোনা থেকে এবার মেধাতালিকায় জায়গা করে নিয়ে জেলাবাসীকে তথা জঙ্গলমহলবাসীকে গর্বিত করল রাকেশ মালস। চন্দ্রকোনার সীতানগর গ্রামের বাসিন্দা রাকেশ জেলার অন্যতম সেরা স্কুল চন্দ্রকোনা জিরাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৪৯০। উল্লেখ্য যে, এবারের মেধা তালিকায় প্রথম থেকে দশম পর্যন্ত স্থান অধিকার করেছে মোট ৮২ জন‌ ছাত্র-ছাত্রী। তবে, প্রথম স্থানাধিকারিনী একজনই। মুর্শিদাবাদের রুমানা। তাঁর এই সাফল্য তুলনায় পিছিয়ে থাকা জেলা মুর্শিদাবাদ’কে উদ্বুদ্ধ করবে নিঃসন্দেহে!

thebengalpost.in
চন্দ্রকোনা জিরাট উচ্চ বিদ্যালয় (ফাইল ছবি) :