পাড়ায় শিক্ষালয় এর ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু :
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৪ জানুয়ারি: জেলায় জেলায় পৌঁছে গেল ‘পাড়ায় শিক্ষালয়’ (Paray Shikshala) এর নির্দেশিকা। প্রাথমিকের পড়ুয়াদের নিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাড়ায় পাড়ায় পড়াশোনা। তবে, এর প্রস্তুতি শুরু হয়ে গেল আজ (২৪ জানুয়ারি) থেকেই। শিক্ষা দপ্তর, প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে শুরু করে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা দপ্তর প্রত্যেকের ভূমিকা পৃথক পৃথক ভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে নির্দিষ্ট গাইডলাইনে। ডিআই, এসআই থেকে প্রধান শিক্ষক ও সহ শিক্ষক, প্যারা টিচার, সহায়িকা সকলকেই কার্যত বিভিন্ন দায়িত্ব পালন করতে হতে পারে আগামীকাল (২৫ জানুয়ারি) থেকেই। জায়গা চিহ্নিত করা, পাঠদান প্রক্রিয়া, শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার (TLM) প্রভৃতি বিষয়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে হবে জেলাশাসক (DM) এবং জেলা বিদ্যালয় পরিদর্শক (DI) ও অবর বিদ্যালয় পরিদর্শক (SI)-দের। তারপর, শিক্ষকদের নিয়ে মিটিং করতে হবে ৩১ জানুয়ারি। এছাড়াও, সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিকে অভিভাবকদের নিয়ে সভা করতে হবে ৩ ফেব্রুয়ারি। তার আগে, গ্রামের ভিলেজ কমিটি এবং শহরের ওয়ার্ড কমিটি গুলির সাথে বৈঠক হবে ২ ফেব্রুয়ারি। শিক্ষা বন্ধু, সুপারভাইজার-দেরও প্রয়োজনীয় দায়িত্ব পালন করার কথা বলা হয়েছে।
এদিকে, আজ (২৪ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ‘পাড়ায় শিক্ষালয়’ এর উদ্বোধন করে জানিয়েছেন, শিশু শিক্ষার্থীদের প্রকৃতির অঙ্গনে আনন্দদায়ক পাঠদানের অনুভূতি এনে দেওয়াই লক্ষ্য। বদ্ধ ঘরে সংক্রমণের ভয় থাকে, তাই ফাঁকা মাঠে বা ফাঁকা স্থানে এই পাঠদান প্রক্রিয়া হবে। প্রয়োজনীয় শিক্ষাপোকরণ (TLM) ব্যবহার করতে হবে। শিক্ষাদানের সাথে সাথে, ক্রীড়া-সংস্কৃতি সহ সহপাঠক্রমিক কার্যাবলীর উপর গুরুত্ব দিতে হবে। বিষয়গুলি নিয়ে ইউনিসেফ (UNICEF) এর পরামর্শ ও সাহায্য নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে, ‘ধাপে ধাপে স্কুল নিশ্চয়ই খুলবে’, এই আশ্বাসও দিয়েছেন তিনি। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, “স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে ওয়াকিবহাল। তিনি নিজে বিশেষজ্ঞদের সঙ্গে প্রতিমুহূর্তে আলোচনা করছেন। সঠিক সময়ে স্কুল খুলে যাবে। মুখ্যমন্ত্রী নিজেই তা ঘোষণা করবেন।” তবে, বিশেষজ্ঞদের অনুমান, নবম থেকে দ্বাদশ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস হয়তো সরস্বতী পুজোর পর, অর্থাৎ ৭ ফেব্রুয়ারি থেকেই শুরু হতে পারে!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…