Education

Paray Shikshalay : জেলায় জেলায় পৌঁছে গেল ‘পাড়ায় শিক্ষালয়’ এর নির্দেশিকা! ‘স্কুল খোলার সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী’, জানালেন ব্রাত্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৪ জানুয়ারি: জেলায় জেলায় পৌঁছে গেল ‘পাড়ায় শিক্ষালয়’ (Paray Shikshala) এর নির্দেশিকা। প্রাথমিকের পড়ুয়াদের নিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাড়ায় পাড়ায় পড়াশোনা। তবে, এর প্রস্তুতি শুরু হয়ে গেল আজ (২৪ জানুয়ারি) থেকেই। শিক্ষা দপ্তর, প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে শুরু করে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা দপ্তর প্রত্যেকের ভূমিকা পৃথক পৃথক ভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে নির্দিষ্ট গাইডলাইনে। ডিআই, এসআই থেকে প্রধান শিক্ষক ও সহ শিক্ষক, প্যারা টিচার, সহায়িকা সকলকেই কার্যত বিভিন্ন দায়িত্ব পালন করতে হতে পারে আগামীকাল (২৫ জানুয়ারি) থেকেই। জায়গা চিহ্নিত করা, পাঠদান প্রক্রিয়া, শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার (TLM) প্রভৃতি বিষয়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে হবে জেলাশাসক (DM) এবং জেলা বিদ্যালয় পরিদর্শক (DI) ও অবর বিদ্যালয় পরিদর্শক (SI)-দের। তারপর, শিক্ষকদের নিয়ে মিটিং করতে হবে ৩১ জানুয়ারি। এছাড়াও, সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিকে অভিভাবকদের নিয়ে সভা করতে হবে ৩ ফেব্রুয়ারি। তার আগে, গ্রামের ভিলেজ কমিটি এবং শহরের ওয়ার্ড কমিটি গুলির সাথে বৈঠক হবে ২ ফেব্রুয়ারি। শিক্ষা বন্ধু, সুপারভাইজার-দেরও প্রয়োজনীয় দায়িত্ব পালন করার কথা বলা হয়েছে।

পাড়ায় শিক্ষালয় এর ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু :

এদিকে, আজ (২৪ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ‘পাড়ায় শিক্ষালয়’ এর উদ্বোধন করে জানিয়েছেন, শিশু শিক্ষার্থীদের প্রকৃতির অঙ্গনে আনন্দদায়ক পাঠদানের অনুভূতি এনে দেওয়াই লক্ষ্য। বদ্ধ ঘরে সংক্রমণের ভয় থাকে, তাই ফাঁকা মাঠে বা ফাঁকা স্থানে এই পাঠদান প্রক্রিয়া হবে। প্রয়োজনীয় শিক্ষাপোকরণ (TLM) ব্যবহার করতে হবে। শিক্ষাদানের সাথে সাথে, ক্রীড়া-সংস্কৃতি সহ সহপাঠক্রমিক কার্যাবলীর উপর গুরুত্ব দিতে হবে। বিষয়গুলি নিয়ে ইউনিসেফ (UNICEF) এর পরামর্শ ও সাহায্য নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে, ‘ধাপে ধাপে স্কুল নিশ্চয়ই খুলবে’, এই আশ্বাসও দিয়েছেন তিনি। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, “স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে ওয়াকিবহাল। তিনি নিজে বিশেষজ্ঞদের সঙ্গে প্রতিমুহূর্তে আলোচনা করছেন। সঠিক সময়ে স্কুল খুলে যাবে। মুখ্যমন্ত্রী নিজেই তা ঘোষণা করবেন।” তবে, বিশেষজ্ঞদের অনুমান, নবম থেকে দ্বাদশ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস হয়তো সরস্বতী পুজোর পর, অর্থাৎ ৭ ফেব্রুয়ারি থেকেই শুরু হতে পারে!

নির্দেশিকা:

News Desk

Recent Posts

Midnapore: পুজোর আগেই UPI পরিষেবা চালু করলো মেদিনীপুরের এই সমবায় ব্যাঙ্ক, উপকৃত হবেন কয়েক লক্ষ গ্রাহক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: পুজোর আগেই সুখবর! মেদিনীপুরের বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায়…

1 day ago

IIT Kharagpur: AI, ডেটা সায়েন্সের উপর চার বছরের স্নাতক কোর্স এবার বাংলা ভাষাতেই! উদ্যোগী IIT খড়্গপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: চার বছরের আস্ত বি.এস (B.S/Bachelor of Science)…

1 day ago

Midnapore: সাতসকালেই শালবনির জঙ্গলপথে রামলালের দাদাগিরি, চারচাকা গাড়ি উল্টে খাবারের খোঁজ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: জঙ্গলমহলবাসীর প্রিয় হাতি রামলাল। খাবারের খোঁজে এদিক-ওদিক…

5 days ago

Medinipur: জমজমাট ‘খেলা’ নারায়ণগড়ে! তালাবন্দী BDO, পালিয়েও রক্ষে নেই; পিছু নিলেন মহিলারাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: এযেন সেই ছোটবেলার চোর-পুলিশ খেলা! সামনে দৌড়চ্ছেন…

5 days ago

Midnapore: চুয়াড় বিদ্রোহের আঁতুড়ঘর, নবরূপে সাজবে শালবনীর রানি শিরোমণির গড়; পুজোর আগেই এলো সুখবর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: “কর্ণগড়ের রানি মাগো অস্ত্র ধরেছিল/ কলকাতার লোকে…

5 days ago

Midnapore: “আমরা স্বচ্ছ…সরকার দুর্নীতিগ্রস্ত”, কালো জামা পরে পরীক্ষাকেন্দ্রে ‘যোগ্য শিক্ষক’ কৃষ্ণগোপাল, মেদিনীপুরে কি বললেন তিনি…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রায় ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে স্কুল…

1 week ago