Education

Midnapore School: নিয়ম করে প্রতিদিনই আসেন শিক্ষিকা-শিক্ষাকর্মীরা, তবে মেদিনীপুরের সুপ্রাচীন এই বালিকা বিদ্যালয়ে আজ নেই কোনো ছাত্রী

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: শূন্য শ্রেণীকক্ষে সারি বদ্ধ বেঞ্চ। ধুলো জমছে চেয়ার-টেবিলে। আছে ব্ল্যাকবোর্ডও। তবে, আঁচড় পড়েনি দীর্ঘদিন। মিড-ডে মিলের সরঞ্জাম ঘিরে মাকড়সার জাল। ঘন্টাটাও বাজেনি কতদিন! একমনে খাতার কাজ করে যাচ্ছেন হেডক্লার্ক। দুই শিক্ষিকা নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত! মাঝেমধ্যে মোবাইলে এটা-ওটা দেখে নেওয়া। কিই বা করবেন? যাদের জন্য এত ‘আয়োজন’, তারাই তো নেই! হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার বামনদা শ্রী শ্রী মা গার্লস স্কুল (জুনিয়র হাই স্কুল)- এ চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থী সংখ্যা (বা, ছাত্রী সংখ্যা) ‘শূন্য’ (০)। গত শিক্ষাবর্ষে ছাত্রী ছিল ৪ (চার) জন। এবার, তারাও টিসি নিয়ে পাশের উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছে। স্বাভাবিকভাবেই পড়ুয়া শূন্য স্কুল যেন খাঁ খাঁ করছে! তবুও, নিয়ম করে প্রতিদিনই বিদ্যালয়ে আসেন দুই শিক্ষিকা ও দুই শিক্ষাকর্মী। সাড়ে তিনটা পর্যন্ত থাকেন, তারপর বাড়ি চলে যান। শুক্রবার দুপুরে এমনটাই জানালেন শিক্ষিকা মধুমিতা জানা কিংবা শিক্ষাকর্মী (ক্লার্ক) সুবর্ণ দাস।

খাঁ খাঁ করছে স্কুল চত্বর:

বিদ্যালয়ে একজনও পড়ুয়া নেই। তবুও, মাসে মাসে বেতন তুলছেন! গ্রামবাসীদের কাছ থেকে এমন টিটকিরিও শুনতে হচ্ছে ইদানিং। তার সঙ্গে আছে মনখারাপও! শিক্ষাকর্মী সুবর্ণ দাস বললেন, “যাদের জন্য এই স্কুল। এতো পরিকাঠামো, সাজসরঞ্জাম। তারাই তো নেই! আমাদের একটুও ভালোলাগেনা। কচিকাঁচাদের কলরব শুনবো বলেই তো এই পেশায় এসেছিলাম। আমি অন্য জেলার বাসিন্দা। এত দূরে এসে চাকরি করছি যাদের জন্য, তারাই তো নেই!” তিনি এও জানান, “প্রথম এক-দেড় ঘন্টা খাতার কাজ করতে হয়। পড়ুয়া না থাকলেও নিয়ম করে সেসব করতে হয়। তারপর আর কোনো কাজ থাকেনা। বসে বসে সময় কাটতে চায়না!” শিক্ষিকা মধুমিতা জানা বলেন, “পাশেই উচ্চ বিদ্যালয়। এই স্কুল অষ্টম শ্রেণী পর্যন্ত। তার উপর পর্যাপ্ত শিক্ষক নেই। গত ২-৩ বছর ধরে বিজ্ঞানের একজনও শিক্ষক নেই। তাই, পড়ুয়া কমতে কমতে এবার শূন্য হয়ে গেছে। আমরা গ্রামে গিয়ে বুঝিয়েছি। কিন্তু, কাজ হয়নি!” তিনি এও জানান, “বিষয়টি জানানো হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষকে। তাঁরাই সিদ্ধান্ত নেবেন।”

এলাকাবাসী বলছেন, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে স্কুল। একসময় গম গম করত এই এলাকা। ছাত্রীদের কলরবে মুখরিত হয়ে উঠতো বিদ্যালয় প্রাঙ্গণ। ধীরে ধীরে পড়ুয়া কমতে শুরু করে বিভিন্ন কারণে। ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত মালযমুনা কে.পি.এস হাই স্কুল। জুনিয়র হাই স্কুলে না পড়ে সকলেই হাই স্কুলে পড়তে চায়। নবম শ্রেণিতে ভর্তির জন্য আর চিন্তা করতে হবে না। সেখানে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীও বেশি। এই সব নানা কারণে ছাত্রীরা এখন আর এই অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলে ভর্তি হতে চায় না। এমনটাই জানাচ্ছেন এলাকাবাসী। এমনকি, জমিদাতা পরিবারের সদস্যরা চান, “এই স্কুলে যখন পড়ুয়াই নেই, স্কুল রেখে আর কি হবে!” স্কুল উঠে গেলে তাঁরা নিজেদের জমি ফেরতের জন্য সরকারের কাছে আবেদন করবেন বলে জানান। যদিও, অবর বিদ্যালয় পরিদর্শক বা এ.আই কাজল মোল্লা বলেন, “এই স্কুল এবার পড়ুয়া শূন্য হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এই স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশাপাশি স্কুলে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর, এই বিদ্যালয় ভবনে মালযমুনার সাঁওতালি মাধ্যম স্কুলটিকে স্থানান্তরিত করার কথা চিন্তা করেছি।”

বসে আছেন দুই শিক্ষিকা ও ক্লার্ক :

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

20 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago