তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২১ ফেব্রুয়ারি:এবার বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরে। মারধরের ঘটনায় অভিযোগের তীর উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি প্রার্থী। ঘটনাটি চন্দ্রকোনা পৌরসভার ১১ নাম্বার ওয়ার্ডের। যদিও, মারধরের বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে।




জানা গেছে, এদিন ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অতনু সাঁতরা তাঁর কর্মীদের নিয়ে বিজেপির পতাকা বাঁধছিলেন। আর, সেই সময় ওই ওয়ার্ডের যুব তৃনমূলের সহ সভাপতি অর্ধেন্দু ঘোষ সহ তৃণমূল প্রার্থীর অনুগামীরা এসে বিজেপি প্রার্থীকে মারধর করে বলে অভিযোগ। চলে এলোপাতাড়ি কিল-চড়-ঘুষি। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি প্রার্থী। এই ঘটনায় উল্টে বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে তৃণমূলের নেতা অর্ধেন্দু ঘোষ।














