Election

Panchayat Election: পশ্চিম মেদিনীপুরে বাড়লো ৯টি জেলা পরিষদ আসন! গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি সহ মোট ৮৭০টি আসন বৃদ্ধি জেলায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ অক্টোবর:ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে পুনর্বিন্যাস অনুযায়ী গোটা রাজ্যেই বেড়েছে আসন সংখ্যা। বেড়েছে পশ্চিম মেদিনীপুর জেলাতেও। কারণ, গত দশ বছরে পশ্চিম মেদিনীপুর সহ গোটা রাজ্যেই বেড়েছে ভোটার সংখ্যা। শেষ বার আসন পুনর্বিন্যাসের কাজ হয়েছিল ২০১৩ সালে। সেই বিন্যাস মেনেই ২০১৩ ও ২০১৮’র নির্বাচন হয়েছিল। ২০২৩-এর পুনর্বিন্যাস মেনে নির্বাচন হবে ২০২৩ ও ২০২৮ সালে। এদিকে, ভোটার সংখ্যা বেড়েছে বলে, পুনর্বিন্যাস অনুযায়ী, ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে, পশ্চিম মেদিনীপুর জেলায় তিনটি স্তর (ত্রিস্তর) মিলিয়ে মোট আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৮৭০টি। গত ১৯ অক্টোবর প্রকাশিত রাজ্য নির্বাচন কমিশনের খসড়া তালিকা অনুযায়ী এবার পশ্চিম মেদিনীপুরে মোট আসন (ত্রিস্তর মিলিয়ে) হয়েছে ৪,৫৭২টি (আগে ছিল- ৩,৭০২টি)।

জেলা পরিষদের পুনর্বিন্যাসের বিজ্ঞপ্তি:

এর মধ্যে, জেলা পরিষদের আসন সংখ্যা ৫১ থেকে বেড়ে হচ্ছে ৬০ (বাড়লো ৯টি)। পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৬১১ থেকে বেড়ে হচ্ছে ৬৩১ (বাড়লো ২০টি) এবং গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ৩,০৪০ থেকে বেড়ে হচ্ছে ৩,৮৮১(বাড়লো ৮৪১টি)। উল্লেখ্য যে, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ৯০০ ভোটার পিছু ১টি গ্রাম পঞ্চায়েতের আসন থাকবে। তবে, একটি গ্রাম পঞ্চায়েতে (বা, অঞ্চলে) কোনোভাবেই ৫টি’র কম এবং ৩০-টি’র বেশি আসন (বা, গ্রাম সংসদ) থাকবেনা। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে, গ্রাম পঞ্চায়েত স্তরে ৪,৫০০ ভোটার থাকলে ১টি আসন হবে। ৯০০০ ভোটার থাকলে ২টি আসন এবং ৯০০০ এর বেশি ভোটার হলে ৩টি আসন হবে। একটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েত সমিতির সর্বাধিক ৩টি আসন থাকবে বলেই জানিয়ে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অন্যদিকে, প্রতি ৬০ হাজার ভোটার পিছু জেলা পরিষদের ১টি আসন হবে। ১ লক্ষ ২০ হাজার ভোটার হলে ২টি এবং ১ লক্ষ ২০ হাজারের বেশি হলে ৩টি আসন হবে। এও উল্লেখ্য যে, পুনর্বিন্যাস অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েতের ৩৮৮১ আসনের মধ্যে মহিলা সংরক্ষিত (সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে) ১৮৯১টি। জাতিগত সংরক্ষিত (তপশিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণী) ১৬৯৯ এবং অসংরক্ষিত (জেনারেল/সাধারণ) ১০৯৩টি আসন। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে, মহিলা (সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে), সংরক্ষিত এবং অসংরক্ষিত আসন যথাক্রমে- ৩১১, ২৮৮ এবং ১৬৯। অপরদিকে, জেলা পরিষদের ৬০টি আসনের মধ্যে মহিলা সংরক্ষিত ৩০টি (জেনারেল ও সংরক্ষিত মিলিয়ে); জাতিগত সংরক্ষণের (তপশিলি জাতি, উপজাতি, অনগ্রসর) আওতায় ৩০টি আসন। সংরক্ষণ নেই ১৫টি। প্রসঙ্গত উল্লেখ করে দেওয়া ভালো যে, মহিলা সংরক্ষিত আসনগুলির মধ্যে সাধারণ (জেনারেল) এবং সংরক্ষিত (SC, ST, OBC) দুই শ্রেণীর মহিলারাই যেমন থাকবেন; ঠিক তেমনই সংরক্ষিত (ST, SC, OBC) আসনগুলিতেও মহিলাদের জন্য আসন সংরক্ষণ করা আছে। সেই সংখ্যা এবং জেনারেল (জেনারেল)- এর মধ্যে মহিলা সংরক্ষণ মিলিয়েই মোট মহি সংরক্ষিত আসন। সুতরাং, জেনারেল (সাধারণ) কাস্টের পুরুষরা একমাত্র ‘অসংরক্ষিত’ আসনগুলিতেই লড়াই করতে পারবেন। তবে, ওই আসনগুলিতে আবার যে কেউই লড়াই করতে পারবেন! কারণ, একমাত্র ওই আসনগুলিই যেকোনো প্রকার ‘সংরক্ষণ’ মুক্ত।

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago