দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৪ সেপ্টেম্বর: অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যে উপনির্বাচনের দিন ঘোষণা করলো কমিশন। পুজোর আগেই সম্পন্ন হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর সহ মুর্শিদাবাদের দুই কেন্দ্র জঙ্গিপুর এবং সমশেরগঞ্জে হবে উপনির্বাচন। পাশাপাশি, ওড়িশার পিপলি কেন্দ্রেও ওই দিনই হবে ভোটগ্রহণ। ফল ঘোষণা করা হবে আগামী ৩ অক্টোবর।

thebengalpost.in
মমতা বন্দ্যোপাধ্যায় :

শনিবার কমিশন সূত্রে জানানো হয়েছে যে, উপনির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ সেপ্টেম্বর এবং মনোনয়ন পত্র প্রত্যাহার করার শেষদিন ১৬ সেপ্টেম্বর। প্রসঙ্গত উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের সময় মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে প্রার্থীর মৃত্যুর জন্য ভোটগ্রহণ হয়নি। যার জেরে ওই কেন্দ্রদুটিতে এবার নির্বাচন হবে। পাশাপাশি, ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ে জয়লাভ করেছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু, পরে তিনি বিধায়কপদ থেকে ইস্তফা দিয়ে দেওয়ায় ওই কেন্দ্রেও সম্পন্ন হবে উপনির্বাচন।