তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২২ ফেব্রুয়ারি:পৌর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিম মেদিনীপুর! মঙ্গলবার ফের এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠলো শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। যদিও, অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। মঙ্গলবার, চন্দ্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে প্রচারে গেলে বিজেপি প্রার্থীকে বাধা দান এবং প্রার্থী সহ বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট রাজ্যসড়কে বসে পথ অবরোধ করলেন।

thebengalpost.net
অবরোধ:

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী প্রচার) :

thebengalpost.net
Advertisement (বিজ্ঞাপন) :

মঙ্গলবার দুপুরে এমনই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডের মুন্ডুমালা এলাকায়। ঘটনায় ঘাটাল-চন্দ্রকোনা রাজ্যসড়কে বসে পথ অবরোধে সামিল হন বিজেপি প্রার্থী সহ ঘাটালের বিজেপি বিধায়ক ও কর্মীরা।বিজেপির অভিযোগ, এদিন ৬ নং ওয়ার্ডের মুন্ডুমালা এলাকায় বাড়ি বাড়ি প্রচারের যান ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুদীপ কুশারী, ঘাটাল মহকুমার ৫ টি পৌরসভার কনভেনার তথা ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট সহ বিজেপির কর্মীরা।বাড়ি বাড়ি প্রচারের সময় আচমকাই তৃণমূলের পতাকা হাতে বেশকয়েকজন তৃণমূল নেতা কর্মীরা তাঁদের উপর চড়াও হয় এবং তাঁদের প্রচারে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি বিজেপি প্রার্থী ও বিজেপির কর্মীদের গায়ে হাত দিয়ে তাঁদের ধাক্কাধাক্কি করা হয় বলে দাবি বিজেপি প্রার্থী সুদীপ কুশারী ও ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের। এই ঘটনার প্রতিবাদে ওই এলাকায় ঘাটাল-চন্দ্রকোনা রাজ্যসড়কের উপর বসে পড়েন বিজেপি প্রার্থী ও শীতল কপাট সহ বিজেপির নেতা কর্মীরা। রাজ্যসড়ক অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ পৌঁছয়। পুলিশ কথা বলে, অবরোধ তোলার চেষ্টা করলে তা তুলতে নারাজ হয় বিজেপি। ভোটের প্রচারে এবং ভোটের সময় পুলিশি নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ায় অনড় থাকে বিজেপি নেতৃত্ব। আধঘন্টা রাজ্যসড়ক অবরুদ্ধ থাকার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

thebengalpost.net
Advertisement (বিজ্ঞাপন) :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

thebengalpost.net
Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):