দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৯ সেপ্টেম্বর: আগামী ৩০ সেপ্টেম্বর রাজ্যের তিনটি কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন। মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের পাশাপাশি ওইদিন ভোটগ্রহণ হবে ভবানীপুরেও। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন “হেভিওয়েট” প্রার্থী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, এই তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আগে পুজোকমিটিগুলিকে দেওয়া সরকারি অনুদান নিয়ে প্রশ্ন তুললো নির্বাচন কমিশন। ভোটের দিনক্ষণ ঘোষণার পরে এক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হচ্ছে কি না, এই প্রশ্নের ভিত্তিতে ইতিমধ্যেই রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে!

thebengalpost.in
এবারও ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা অনুদান :

প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবার বর্তমান বছরের দুর্গাপুজোয় রাজ্যের ৩৬ হাজার পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। তারপর থেকেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠে! এমনকি, জানা গিয়েছে যে, বিজেপির তরফেও দায়ের করা হয়েছে অভিযোগ। তবে, রাজ্যের তরফে কমিশনকে এই প্রসঙ্গে জবাব দিয়েছেন স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা। তিনি জানিয়েছেন, ওই তিন কেন্দ্রের কোনও পুজো কমিটিকে টাকা দেওয়া হচ্ছে না। তাই নির্বাচনী বিধিভঙ্গের প্রশ্নও নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর বক্তব্যে জানিয়েছিলেন, “নির্বাচন থাকায়, ওই তিন কেন্দ্রের ক্লাবগুলি এই তালিকায় এখন নেই!” বলাই বাহুল্য, নির্বাচনের পরেই ওই কেন্দ্রের ক্লাবগুলিও তালিকায় অন্তর্ভুক্ত হবে। প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের সময় মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে প্রার্থীর মৃত্যুর জন্য ভোটগ্রহণ হয়নি। যার জেরে ওই কেন্দ্রদুটিতে এবার নির্বাচন হবে। পাশাপাশি, ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ে জয়লাভ করেছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু, পরে তিনি দলের নির্দেশে বিধায়কপদ থেকে ইস্তফা দিয়ে দেওয়ায় ওই কেন্দ্রেও সম্পন্ন হবে উপনির্বাচন। যদিও, বামেরা প্রশ্ন তুলেছেন কেন বাকি ৪ টি (দিনহাটা, শান্তিপুর, খড়দহ, গোসাবা) কেন্দ্রেও একসাথে উপনির্বাচন হচ্ছে না!