দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: রাত পোহালেই ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Examination)। শুক্রবার অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা শুরু সকাল ১০টা থেকে। তবে, প্রশ্নপত্র দেওয়া হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। পশ্চিম মেদিনীপুর জেলায় এবার পরীক্ষার্থী সংখ্যা ৪০,৯৪৪ জন। গতবারের (৪০,২০৪) তুলনায় পরীক্ষার্থী বেড়েছে ৭৪০ জন। উল্লেখ্য, মাধ্যমিকে এবার পরীক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পেয়েছিল প্রায় ১২ হাজার! উচ্চ মাধ্যমিকে জেলায় ছাত্র সংখ্যা ১৮,২০৭ এবং ছাত্রী ২২,৭৩৭। মোট পরীক্ষাকেন্দ্র ৮০-টি। এর মধ্যে, প্রধান কেন্দ্র ৫৮টি এবং উপ-কেন্দ্র ২২টি। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মূল প্রবেশপথে থাকবে সিসি ক্যামেরা। প্রশ্ন ফাঁস রুখতে প্রশ্নপত্রে মাধ্যমিকের মতোই বিশেষ সিরিয়াল নম্বরের ব্যবহার করা হবে বলেও সংসদ সূত্রে খবর। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ধরা পড়লে, ওই পরীক্ষার্থীর বাকি পরীক্ষাগুলিও সম্পূর্ণভাবে বাতিল করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

thebengalpost.net
মেদিনীপুর শহরের একটি স্কুলে শেষ মুহূর্তের প্রস্তুতি:

অন্যদিকে, জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিকের মতোই তাঁরা সহায়তার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছেন বনদপ্তরের অধিকারিকরা। হাতির হানা প্রতিরোধ করতে জঙ্গলপথে থাকছে ‘ঐরাবত’। এছাড়াও, বাস ও বিভিন্ন ছোটগাড়ির জন্য জঙ্গল রাস্তাগুলিতে নজরদারির ব্যবস্থা থাকছে বনদপ্তরের তরফে। পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৃগাঙ্গ মাইতি জানিয়ে দিয়েছেন, “মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও সম্পূর্ণ বিনা ভাড়াতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। পর্যাপ্ত বাস রাস্তায়। বাসস্ট্যান্ডে থাকবে হেল্প ডেস্ক।” জেলাশাসক খুরশিদ আলী কাদরী এবং জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ বা যানজট রুখতে পর্যাপ্ত পুলিশকর্মীরা রাস্তায় থাকবেন।